দাবানলের মধ্যে ‘এখনো পর্যন্ত নিরাপদে’ আছেন অভিনেত্রী প্রীতি জিনতা ও তার পরিবার
Published : 13 Jan 2025, 12:31 PM
যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলেস শহরের ছড়িয়ে পড়া দাবানলের আগুনের গ্রাস থেকে ‘নিরাপদে’ থাকার খবর দিয়েছেন হিন্দি সিনেমার অভিনেত্রী প্রীতি জিনতা।
চোখের সামনে এমন দিন দেখতে হবে, সেটি তার দূরতম ভাবনাতেও ছিল না বলে ভাষ্য এই অভিনেত্রীর।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নাগরিক জিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। এরপর থেকে ব্যবসায়ী স্বামী ও যমজ সন্তান নিয়ে লস অ্যাঞ্জেলেসে থিতু হয়েছেন তিনি।
আগুনে হলিউডের বহু তারকার বাড়িঘর পুড়ে ছাই হয়েছে। অনেকে নিরাপত্তার স্বার্থে পরিবার নিয়ে অন্যত্র চলে চলেছে। এই পরিস্থিতিতে নিজের পরিবারের বর্তমান অবস্থা জানাতে এক্সে বার্তা দিয়েছেন প্রীতি।দাবানলের ধ্বংসযজ্ঞ দেখে ‘মর্মাহত’ প্রীতি লিখেছেন, "কখনো ভাবিনি জীবদ্দশায় এমন দিন দেখতে হবে, যেখানে লস অ্যাঞ্জেলেসে আমাদের আশেপাশের এলাকা আগুনে ভস্মীভূত হবে। বন্ধুবান্ধব ও তাদের পরিবারকে ঘর ছাড়া হতে হবে। সবাইকে এমন সতর্কতায় রাখা হবে। ধোঁয়ায় ঢাকা আকাশ থেকে বরফের মত ছাই ঝরছে এবং আমরা এটা নিয়ে বেশি আতঙ্কিত যে বাতাস না থামলে আর কী কী ঘটতে পারে।"
I never thought I would live to see a day where fires would ravage neighbourhoods around us in La, friends & families either evacuated or put on high alert, ash descending from smoggy skies like snow & fear & uncertainty about what will happen if the wind does not calm down with…
— Preity G Zinta (@realpreityzinta) January 11, 2025
নিজের পরিবার নিয়ে অভিনেত্রী লিখেছেন, "ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে এখন পর্যন্ত আমরা নিরাপদ আছি। যারা বাস্তুচ্যুত হয়ে সব হারিয়েছেন, তাদের জন্য আমি প্রার্থনা করছি, তারা যেন ক্ষতি কাটিয়ে উঠতে পারেন। আশা করি শিগগিরই বাতাসের বেগ কমে আসবে এবং আগুন নিয়ন্ত্রণে আসবে।“
দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করা দমকলকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রীতি।
প্রীতির এই পোস্ট পড়ে তার অনুরাগীরা অভিনেত্রী ও তার পরিবারের জন্য নিরাপত্তা কামনা করেছেন।
লস অ্যাঞ্জেলেস শহরের বড় দুইটি দাবানলের প্রান্তগুলো নিয়ন্ত্রণে রাখতে দমকলকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই দাবানলে রোববার পর্যন্ত পুড়েছে লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার একর এলাকা।
এসব দাবানলে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার ঘরবাড়ি, স্থাপনা ধ্বংস হওয়ার পাশাপাশি এই দুর্যোগের কারণে এক লাখ মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ হয়ে উঠতে পারে।
দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আল্টাডিনা, সিলমার এবং প্যাসিফিক প্যালিসেডস। আর এই এলাগুলোতেই বসবাস করেন হলিউডের বহু তারকা।
অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি, বেন অ্যাফ্লেক এবং অস্কারের প্রাক্তন সঞ্চালক বিলি ক্রিস্টালসহ বহু অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে।
স্থগিত হয়েছে চলতি বছরের অস্কার মনোনয়ন ঘোষণা, ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডসহ আরো কিছু পুরস্কার অনুষ্ঠানও। পেছাতে পারে সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৭তম গ্র্যামি আওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
এ ছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ার বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: