কানাডায় দু’টি স্টেজ শো’তে পারফর্ম করবেন ‘পাওয়ার ভয়েজ’ খ্যাত সংগীতশিল্পী আয়েশা মৌসুমী।
Published : 07 Apr 2018, 04:50 PM
গত বৃহস্পতিবার টরেন্টোতে পৌঁছেছেন বলে জানান তিনি।
তিনি গ্লিটজকে বলেন, “শনিবার টরেন্টোর গ্রান্ড ব্যাঙ্কোয়েট হলে ও পহেলা বৈশাখে অ্যাডমন্টনে সংগীত পরিবেশন করব।”
স্টেজ শো’র বাইরে মিউজিক ভিডিও নিয়েও ব্যস্ত সময় কাটছে তার। সম্প্রতি ‘কান্দো কেনে মন’ শিরোনামে গানটি কভার করেছেন। মেহদীর সুর ও সংগীতে গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মনজু আহমেদ।
গানটি সম্বন্ধে তিনি বলেন, “কক্সবাজারের দারুণ কিছু লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। প্রথমবার শোনার পরপরই ভালো লেগে যাওয়ায় গানটি কভার করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”
গত মাসে ‘অভিমানী মন’ শিরোনামে একটি গান প্রকাশ করেছিলেন তিনি। গানটি দর্শকমহলে বেশ সাড়াও ফেলেছিল বলে জানান আয়েশা।
২০১২ সালে চ্যানেল নাইনের রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’-এর মাধ্যমে সংগীত জগতে প্রবেশ করেন এ শিল্পী। ২০১৫ সালে ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’ শিরোনামের রিমেক গানে কণ্ঠ দিয়ে শ্রোতামহলে আলাদা পরিচিতি তৈরি করেন।