“আমরা এখনো কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাইনি। তবে আমাদের তদন্ত চলছে,” বলছে পুলিশ।
Published : 27 Feb 2025, 03:39 PM
অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী বেটসি আরাকাওয়ার লাশ পাওয়া গেছে তাদের নিউ মেক্সিকোর সান্তা ফের বাসায়।
সান্তা ফে কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, “বুধবার বিকেলে সানসেট ট্রেইলের বাসায় জিন হ্যাকম্যান এবং তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা এখনো কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাইনি। তবে আমাদের তদন্ত চলছে।”
বিবিসি লিখেছে, হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ বছর; তার স্ত্রী আরাকাওয়ার বয়স ছিল ৬৪ বছর। তাদের কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।
শেরিফ অ্যাডান মেন্ডোজা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, এই দম্পতির মৃত্যুর সঠিক কারণ বা সময় সম্পর্কেও তারা এখনো জানতে পারেননি।
ছয় দশকের বেশি সময়ের ক্যারিয়ারে দুটি অস্কার, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন জিন হ্যাকম্যান।
‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’, ‘সুপারম্যান’, ‘দ্য রয়্যাল টেনেনবাউমস’ এবং ‘আনফরগিভেন’ সিনেমার জন্য ভক্তরা তাকে অনেক দিন মনে রাখবে।
উইলিয়াম ফ্রেডকিন্সের থ্রিলার ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ এ জিমি ‘পপাই’ ডয়েল চরিত্রে অভিনয়ের জন্য ১৯৭১ সালে সেরা অভিনেতার অস্কার জিতেছিলেন হ্যাকম্যান।
আর ক্লিন্ট ইস্টউডসের সিনেমা ‘আনফরগিভেন’ এ আ লিটল বিল ড্যাগট চরিত্রে অভিনয়ের জন্য ১৯৯২ সালে তিনি পান সেরা পার্শ্ব অভিনেতার অস্কার।
১৯৬৭ সালে ‘বনি অ্যান্ড ক্ল্যাইডি’ সিনেমায় অভিনয়ের জন্যও হ্যাকম্যান অস্কারের মনোনয়ন পেয়েছিলেন। ১৯৭০ সালে ‘আই নেভার সাং ফর মাই ফাদার’ এর জন্যও তিনি মনোনীত হয়েছিলেন।
অভিনেতা হ্যাকম্যান ১৯৭০ থেকে ১৯৮০ এর দশকে সুপারম্যান সিনেমায় লেক্স লুথরসহ ১০০টির বেশি চরিত্রে অভিনয় করেছেন। সবশেষ ২০০৪ সালে তাকে ওয়েলকাম টু মুজপোর্টে মনরো কোলের চরিত্রে বড়পর্দায় দেখা গিয়েছিল।
১৯৩০ সালে ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করা হ্যাকম্যান সাড়ে চার বছর সেনাবাহিনীতে কাজ করেছিলেন। ১৬ বছর বয়সে নিজের বয়স গোপন করে তিনি সেনাবাহিনীতে ঢোকেন।
সেনাবাহিনী থেকে বেরিয়ে আসার পর কিছুদিন নিউ ইয়র্কে কাটে হ্যাকম্যানের। পরে তিনি অভিনয়ে আসার সিদ্ধান্ত নেন। ক্যালিফোর্নিয়ার পাসাডেনা প্লে হাউজে যোগ দেওয়ার পর তরুণ ডাস্টিন হোপম্যানের সঙ্গে বন্ধুত্ব হয় হ্যাকম্যানের।
একবার তিনি বলেছিলেন, “আমাকে একজন অভিনেতা হিসেবে প্রশিক্ষিত করা হয়েছে, তারকা হিসেবে নয়। আমি প্রশিক্ষিত হয়েছি অভিনয়ের জন্য; খ্যাতি, এজেন্ট, আইনজীবী এবং গণমাধ্যম সামলানোর জন্য নয়।”