টিজারে শাকিবকে দেখা গেছে হিংস্র এক রূপে, যে নীতুর জন্য পাগল এবং নীতুকে না পেলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারে।
Published : 27 Feb 2025, 09:39 PM
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘বরবাদ’ এর টিজার প্রকাশ পেয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক মিনিট ৪৪ সেকেন্ডের টিজার শাকিব খানের ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়। টিজারটি শেয়ার করে শাকিব লিখেছেন, "ভালোবাসা ও যুদ্ধের জন্য সবকিছুই ন্যায়সঙ্গত"।
টিজারে শাকিবকে দেখা গেছে হিংস্র এক রূপে, যে নীতুর জন্য পাগল এবং নীতুকে না পেলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারে।
সেখানে শাকিবের বর্ণনা দেওয়া হয়েছে এইভাবে- ‘উনি একজন ড্রাগ অ্যাডিক্ট, উনি একজন রেপিস্ট’।
অ্যাকশন, মারপিট, খুন খারাবির ভেতরে কয়েক সেকেন্ডের জন্য নজর কাড়েন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত।
সিনেমায় নীতু চরিত্রে দেখা গেছে কলকাতার নায়িকা ইধিকা পালকে। অ্যাকশন ধাঁচের এ সিনেমা পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়।
এর আগে সিনেমার মোশন পোস্টার প্রকাশ অনুষ্ঠানে শাকিব বলেছিলেন, এই সিনেমা তার সব সিনেমাকে ‘ছাপিয়ে যাবে’।
আর এখন তিনি বলছেন, “একটা সময় বলেছিলাম, আমাদের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে। হলিউড, বলিউডের সঙ্গে। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের সিনেমা ১০০ বা ২০০ কোটির ক্লাবেও যাবে।"
‘বরবাদ’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরের শেষ নাগাদ। মুম্বাই এবং কলকাতায় হয়েছে সিনেমার শুটিং।
পরিচালক মেহেদী হাসনা হৃদয়ের প্রথম সিনেমা এটি। তিনি বলেন, “দর্শকরা এর আগে অনেক অ্যাকশন সিনেমা দেখেছেন। কিন্তু যা হতে চলেছে, সেই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি।”
শাকিব ও ইধিকা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম ও মানব সচদেব।
এছাড়া সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।
আসন্ন রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি।