তিন-চারটি বিয়েতে কিছু যায় আসে না শ্রাবন্তীর।
Published : 27 Feb 2025, 08:54 PM
সমাজের চোখ রাঙানিকে থোড়াই তোয়াক্কা করেন না মন্তব্য করে কলকাতার বাংলা সিনেমার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেছেন, একাধিক বিয়ে নিয়ে তার কোনো সমস্যা নেই।
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে যাপিত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
জীবনে এই মুহূর্তে প্রেম আছে কী না প্রশ্নে শ্রাবন্তী বলেন, “প্রেমে তো থাকিই। কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সবাই। প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে, সে কিসে ভালো থাকবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তা না, তিন-চারটা বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার কিচ্ছু এসে যায় না!”
অযাচিত কৌতুহল নিয়ে অভিনেত্রী ক্লান্ত কী না প্রশ্নে তিনি বলেছেন মাঝমধ্যে তিনি ভেঙে পড়েন, তবে সামলেও নেন।
সাক্ষাৎকারে বড় অংশজুড়ে এসেছে শ্রাবন্তীর বর্তমান এবং আগামী কাজের পরিকল্পনার কথাও।
শ্রাবন্তীর প্রত্যাশা, পরিচালকার নিত্যনতুন ধরনের চরিত্রে যদি তাকে নিয়ে ভাবতেন সেটা ভালো হত।
তিনি বলেন, “আমি নিজেকে নতুন নতুন ভাবে আবিষ্কার করতে চাই। তাই চাইছি, যদি পরিচালকেরা আমাকে আরও একটু এক্সপ্লোর করেন।”
হিন্দিতেও ওটিটিতে কাজে আগ্রহী বলে জানিয়েছেন তিনি। এছাড়া অপেক্ষা করে আছেন বলিউড থেকে ডাক পাবারও।
শ্রাবন্তী বলেন, “মুম্বাই যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি না আমি। ভালো কাজ এলে নিশ্চয়ই করব।”
শ্রাবন্তী ‘বাবু সোনা' নামের একটি সিনেমায় কাজ করছেন। অংশুমান প্রত্যুষের এই সিনেমায় তার বিপরীতে আছেন জিতু কমল। এখানে চোরের চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী, সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরে।
এছাড়া শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ সিনেমায় মূল চরিত্রে শ্রাবন্তী অভিনয় করেছেন।
‘আমার বস’ নামের আরেকটি সিনেমায় রাখি গুলজার এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।