নতুন কন্ঠে প্রথম গান নিয়ে এলো ব্যান্ডদল শিরোনামহীন। ইউটিউবে মুক্তি পেয়েছে তাদের নতুন গান ‘জাদুকর’।
Published : 08 Dec 2017, 05:51 PM
দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন’-এর ভোকাল তানযীর তুহীন ব্যান্ড ছেড়ে দেয়ার পর দলের নতুন ভোকাল ইশতিয়াক।
‘একনাইট’ ব্যান্ড দিয়ে যাত্রা শুরু করে অর্থহীন ব্যান্ডের বেজ ভোকাল হিসেবেও কাজ করেছেন তিনি।
তুহীন দল ছেড়ে দেয়ার পর শিরোনামহীন-এর আয়োজনে অডিশন প্রক্রিয়ায় অংশ নিয়ে দলটির নতুন ভোকাল নির্বাচিত হন তিনি।
ইশতিয়াকের শুরুটা একনাইট ব্যান্ডের মাধ্যমে। অর্থহীন ব্যান্ডের ভোকাল হিসেবেও গান করেছেন তিনি।
শিরোনামহীনের প্রতিষ্ঠাতা সদস্য ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া বলেন, “তুহীন যাওয়ার আগে থেকেই আমরা একজন গেস্ট ভোকাল খুঁজছিলাম, অডিশন নিচ্ছিলাম। তুহীন যাওয়ার পর সেটা আরও জোরদার হয়। অডিশনে যারা পারফর্ম করেছে তাদের মধ্যে ইশতিয়াকের পারফর্ম বেটার ছিল বলেই আমরা ইশতিয়াককে নিয়েছি।”
নতুন ভোকালে শিরোনামহীন- ব্যান্ডের গানগুলো কেমন গ্রহণযোগ্যতা পাবে?
জিয়ার উত্তর- “তুহীন সলো ক্যারিয়ার করতে চেয়েছে বলে ও ব্যান্ড ছেড়েছে। এটা হতেই পারে। এখন মানুষ যদি ওকে ছাড়া শিরোনামহীনের গানগুলো শোনে আমরা গানগুলো করবো, ওই গানগুলো তো আমাদেরই গান। মানুষ শুনতে না চাইলে করবো না। আমরা নতুন গান করছি।”
নতুন অ্যালবাম নিয়ে আসছে শিরোনামহীন। তার আগে প্রতিমাসে একটি করে নতুন গান ও তার মিউজিক ভিডিও নিয়ে আসবে এই দল।
‘কোনো এক ভোরে মুখোশের জাদুকর/কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর/বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয়/যুদ্ধ বা সন্ধিই পরিচয়’ এমন কথার গানটি ৭ ডিসেম্বর দলটির ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।
গানটির রচয়িতা জিয়াউর রহমান জিয়া নিজেই। গানের সুর করেছেন গিটারিস্ট দিয়াত খান। গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আশরাফ শিশির।
জিয়া বলেন, “নতুন তিনটি গানের কাজ শেষ হয়েছে। প্রতিমাসে একটি করে গান রিলিজ দেওয়ার ইচ্ছা রয়েছে। আমরা আমাদের অ্যালবামের কাজ করছি। যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমরা মিউজিক ভিডিও আকারেই গানগুলো রিলিজ দিচ্ছি।”
গানের মিউজিক ভিডিওতে ‘জাদুকর’ চরিত্রে মডেল হয়েছেন অরণ্য রানা।