সিনেমায় ফিরছেন জিনাত আমান, সঙ্গী শাবানা আজমী

নির্মাতা ফারাজ আরিফ আনসারির ‘বান টিক্কি’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জিনাত।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 05:29 AM
Updated : 6 Nov 2023, 05:29 AM

হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে ফ্যাশনে বয়সের ‘তোয়াক্কা না করা’ অভিনেত্রী জিনাত আমান চলতি বছর হইচই ফেলেছিলেন ইনস্টাগ্রামে যাত্রা শুরু করে। এবার শোরগোল তুলেছেন সিনেমায় অভিনয় করার খবর দিয়ে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতীয় পোশাক ডিজাইনার মনীশ মালহোত্রার প্রযোজনায় পাঁচ বছর পর বড় পর্দায় ফিরছেন ৭২ বছর বয়সী এই অভিনেত্রী।

এ সিনেমায় তার সঙ্গে থাকছেন অভিনেত্রী শাবানা আজমী ও অভয় দেওল। এই তিন অভিনয় শিল্পীর একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে জিনাতের সিনেমায় ফেরার খবর সবাইকে জানিয়েছেন মনীশ।

তবে জিনাত আমান যে সিনেমা করতে চলেছেন, সেই খবরের গুঞ্জন উড়েছিল চার মাস আগে থেকেই। এবার তা নিশ্চিত করলেন মনীশ।

সিনেমার প্রযোজক মনীশ বলছেন, নির্মাতা ফারাজ আরিফ আনসারির ‘বান টিক্কি’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জিনাত।

অভিভাবকদের সঙ্গে সন্তানের সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমার গল্প।

মনীশ বলেন, “ফারাজ সিনেমার প্রস্তাব নিয়ে জিনাতের কাছে গেলে, তিনি রাজি হন। জিনাত নিজের আদর্শ, মূল্যবোধ ও বিশ্বাসের সাথে মিলে যায় এমন একটি গল্পের সাথে সিনেমায় প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন। বান টিক্কির গল্পের সাথে অভিনেত্রীর আদর্শগত মিল আছে।”

ইনস্টাগ্রামে শাবানা, জিনাত আর অভয়ের ছবির পোস্টে মনীশ বলেন, “আমি শুরু থেকেই এই দুই অভিনেত্রীর সিনেমা, গান এবং পোশাকের ভক্ত। তাদের অভিনয়ের স্মৃতি আমাদের মনে আজও উজ্জ্বল। এই দুজনের সঙ্গে অভয় দেওলের মত অভিনেতা আমাদের সিনেমায় কাজ করবেন বলে আমি গর্বিত।“ 

‘বান টিক্কি’র শুটিং শুরু হবে চলতি মাসে।

জিনাত সর্বশেষ ২০১৯ সালের আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় ‘পানিপথ’ সিনেমায় কাজ করেন। 

‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় দ্বিতীয় সেরা হয়ে ‘মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনালে’ মুকুট জয়ের পর সাড়া ফেলে দিয়েছিলেন জিনাত আমান। তারপর মডেলিং থেকে নেমেছিলেন সিনেমায়।

১৯৭১ সালে ‘হরে রাম হরে কৃষ্ণ’ সিনেমা দিয়ে অভিনয় জীবনের শুরু করে ‘ইয়াদোঁ কা বারাত’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘ডন’, ‘কুরবানি’, ‘দোস্তানা’, ‘ধর্ম বীর’, ‘দ্য গ্রেট গ্যাম্বলার’ এর মত অনেক হিট সিনেমা এসেছে জিনাতের কাছ থেকে।

অল্প সময়েই বলিউডে শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি; অভিনয় করেন দেব আনন্দ, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, বিনোদ খান্নাসহ তার সময়ের সেরা সব নায়কের সঙ্গে।

জিনাত প্রথমে বিয়ে করেছিলেন অভিনেতা-নির্মাতা সঞ্জয় খানকে, তাদের বিয়ে টিকেছিল মাত্র এক বছর।

পরে অভিনেতা মাজহার খানকে বিয়ে করেন জিনাত আমান। ১৩ বছর পর ১৯৯৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

১৯৮৫ সালে দ্বিতীয় বিয়ের পর অভিনয় থেকে সরে যান জিনাত।

আরও পড়ুন:

Also Read: জিনাত আমান: তাকে ফ্যাশন শিখিয়েছেন অড্রে হেপবার্ন

Also Read: অশ্লীলতা মানুষের শরীরে থাকে না: জিনাত আমান

Also Read: পুলিশের গাড়িতে উঠে পালাতে হয়েছিল জিনাত আমানকে

Also Read: জিনাত আমান এলেন ইনস্টাগ্রামে