‘ভাইয়ারে’ সিনেমা মুক্তির আগে হেলেনা জাহাঙ্গীরকে বলতে শোনা গিয়েছিল, “এটি একটি পাপমুক্ত ছবি।”
Published : 06 Oct 2024, 09:59 PM
‘ভাইয়ারে’ সিনেমার অভিনয়শিল্পী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর এবং ‘পাপমুক্ত’ সিনেমা বানানোর দাবিদার চিত্রনায়ক রাসেল মিয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে।
২০২২ সালের ২ সেপ্টেম্বর সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাসেলের ‘ভাইয়ারে’ সিনেমা। মুক্তির আগে এ সিনেমার অভিনয়শিল্পী হেলেনা জাহাঙ্গীরকে বলতে শোনা গিয়েছিল, “এটি একটি পাপমুক্ত ছবি। কেউ ওজু করে সিনেমাটি দেখে গিয়ে নামাজ পড়তে পারবেন। ওযু নষ্ট হবে না।”
ওই ঘটনাকে কেন্দ্র করে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি নালিশি মামলার আবেদন করেন মো. নেসার উদ্দিন বাহাদুর নামে মতিঝিল এলাকার এক বাসিন্দা।
বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা।
মামলার আবেদনে অভিযোগ করা হয়, ২০২২ সালের ১ সেপ্টেম্বর হেলেনা জাহাঙ্গীর একটি প্রেস ব্রিফিংয়ে অংশ নেন। সেখানে তিনি বলেন, "অযু করে হলে গিয়ে ছবি দেখে বের হয়ে নামায পড়েত পারবে।"
ওই মন্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে ‘মারাত্মক আঘাত হেনেছে’ বলে মামলায় অভিযোগ করেছেন বাদী।
এজাহারে তিনি বলেছেন, “হেলেনা জাহাঙ্গীর অত্যন্ত সুচতুরভাবে ধর্মকে নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সচেতনভাবে ব্যবহার করেছেন, যা সমস্ত মুলমান জাতি তথা ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতি চূড়ান্তভাবে আঘাত করেছে।”
মামলার আবেদনে অভিযোগ করা হয়, হেলেনা জাহাঙ্গীরের ছত্রছায়ায় চিত্র নায়ক রাসেল মিয়া শিল্পী বর্ষা চৌধুরীকে ‘মিথ্যা প্রেমের নাটক’ করে বিয়ে করেন এবং পরে সিনেমা বানানোর জন্য ‘বিপুল অংকের যৌতুক’ দাবি করেন। পরে লাইভ ভিডিওতে ‘পবিত্র কোরআন ছুঁয়ে’ তা অস্বীকার করেন রাসেল মিয়া।
মামলার বাদী দাবি করেন, এটা ‘কোরআন অবমাননা যা মুসলিম সমাজে চরম বিশৃঙ্খলা সৃষ্টির’ নিদর্শন।
হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগেরও উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি। এফবিসিসিআইর এই সাবেক পরিচালক জয়যাত্রা টেলিভিশন নামের একটি আইপি টিভির চেয়ারম্যান ছিলেন।
‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি ‘ভূইফোঁড়’ সংগঠনে হেলেনা জাহাঙ্গীরের সভাপতি হওয়ার খবর চাউর হলে ২০২১ সালের জুলাই মাসে তাকে দুই কমিটি থেকেই বাদ দেয় আওয়ামী লীগ।
ওই বছর২৯ জুলাই গুলশানের বাসা থেকে হেলেনাকে গ্রেপ্তার করে র্যাব। অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয় জয়যাত্রা টেলিভিশন। পরে আলাদা চার মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সবগুলো মামলায় জামিন পাওয়ার পর ওই বছর নভেম্বরে তিনি জামিনে মুক্তি পান।
এ মামলার অভিযোগের বিষয়ে হেলেনা বা রাসেলের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
তবে ২০২২ সালে সিনেমার প্রচারে ‘পাপমুক্ত’ শব্দটা ব্যবহার করার কারণ জানতে চাইলে রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “পাপমুক্ত ছবি এটা আমি বলিনি। হেলেনা জাহাঙ্গীর আপা বলেছেন।”
আর ‘পাপমুক্ত’ সিনেমা বলতে কী বোঝাতে চেয়েছেন, তা জানতে চাইলে হেলেনা জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “এটা তো পাপমুক্ত ছবি। এখানে ব্যক্তিগত কোনো পাপ হয়নি।”
আরো ব্যাখ্যা করতে অনুরোধ করলে তিনি বলেছিলেন, “এটি অশ্লীলতামুক্ত ছবি।”
পুরনো খবর'