স্বামী-স্ত্রীর দুজনেরই বিয়ের আংটি খুলে ফেলার ঘটনায় জোরালো হয়েছে তাদের সংসার ভাঙার গুঞ্জন।
Published : 09 Dec 2023, 12:31 PM
কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় আসা ছবিতে দেখা গিয়েছিল বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের হাতে ঘড়ি ব্রেসলেট থাকলেও নেই তার বিয়ের আংটি। আর এবার দেখা গেল স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের হাত থেকেও বিয়ের আংটি উধাও।
এর মধ্যেই টাইমস অব ইন্ডিয়া লিখেছে, সোশাল মিডিয়ায় পুত্রবধূকে 'আনফলো' করেছেন অমিতাভ বচ্চন।
স্বামী-স্ত্রীর দুজনেরই বিয়ের আংটি খুলে ফেলার ঘটনায় জোরালো হয়েছে তাদের সংসার ভাঙার গুঞ্জন। আর সেই গুঞ্জন আরও পাকাপোক্ত করলেন অমিতাভ ইনস্টাগ্রামে ঐশ্বরিয়াকে 'আনফলো' করে।
অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন গত মাসখানেক ধরে চলছে। সময়ের সাথে সাথে এই দুই তারকা অভিনয় শিল্পীর সংসারিক জটিলতা প্রকাশ্য হচ্ছে।
অমিতাভের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার পরিবারের সবাইকে দেখা গেলেও, সেখানে নেই ঐশ্বরিয়া। এর কারণ খোঁজার চেষ্টা করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
ঐশ্বরিয়ার আংটিবিহীন আঙুল ধরা পড়েছে তার ননদ শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য নন্দা ও শাহরুখ খানের মেয়ে সুহানা খান অভিনীত প্রথম সিনেমা 'দ্য আর্চিস' র বিশেষ প্রদর্শনীতে। মাসখানেক ধরে বাবার বাড়িতে থাকা ঐশ্বরিয়াকে সেদিন দেখা যায় শ্বশুর বাড়ির সবার সঙ্গে ওই সিনেমার প্রদর্শনীতে।
অনুষ্ঠানে তোলা ছবিতে ধরা পড়েছে ঐশ্বরিয়ার আঙুল ফাঁকা। এমনকি ক্যামেরার সামনে অভিষেকের থেকে দূরে দূরে থেকেছেন তিনি। অগস্ত্য নন্দাকে আদর করে অভিনন্দন জানালেও অনুষ্ঠানে উপস্থিত অমিতাভ-জয়া বা শ্বেতার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে দেখা যায়নি ঐশ্বরিয়াকে।
বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে নাম ছিল অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৭ সালে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন তারা।
তাদের প্রেমের শুরুটা হয়েছিল আরও আগেই। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘উমরাও জান’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন অভিষেক-ঐশ্বরিয়া। তখন থেকেই শুরু এই জুটির বাস্তব জীবনের ভালোবাসার গল্প।
তবে কি বিচ্ছেদ হয়েই গেছে? ঐশ্বরিয়াকে ভক্তদের প্রশ্ন
অভিষেকের আঙুলে বিয়ের আংটি কোথায়? বাড়ছে গুঞ্জন
একসঙ্গে কাজ করতে গিয়ে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ায় মুগ্ধ হয়েছিলেন অভিষেক। দুই অভিনয় শিল্পীর প্রেমের কথা জানাজানি হলে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে ঐশ্বরিয়াকে পুত্রবধূ করে নেন অমিতাভ ও জয়া।
এর এর আগে ২০১৮ সালে এই তারকা দম্পতিকে নিয়ে বিচ্ছেদের খবর ছড়ালে, সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে অভিষেক বলছিলেন, “বিচ্ছেদের খবরটি মিথ্যা। আমরা একসঙ্গেই আছি।"
কিন্তু এবারে অভিষেক-ঐশ্বরিয়া দুজনেই মুখে কুলুপ এঁটেছেন।
ঘটনার সূত্রপাত হয়েছিল কিছুদিন আগে প্যারিস ফ্যাশন উইকে। সেখানে ঐশ্বরিয়ার পাশাপাশি শ্বেতা বচ্চানের মেয়ে নভ্যা নাভেলি নন্দা উপস্থিত থাকলেও, একে অপরকে এড়িয়ে যান তারা।
এরপর গত মাস থেকে ঐশ্বরিয়া তার মেয়ে আরাধিয়া বচ্চনকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন। ইদানিং সোশাল মিডিয়ায় অভিষেককে নিয়ে কোনো ছবি দিচ্ছেন না। পোস্ট করছেন কেবল নিজের বাবা-মায়ের সঙ্গে তোলা ছবি। এতে করে বোঝা যাচ্ছে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে দূরত্ব বেড়েছে বচ্চনদের।
গত ১ নভেম্বরে নিজের ৫০তম জন্মবার্ষিকী উদযাপনের যে ছবি পোস্ট করেছিলেন ঐশ্বরিয়া, সেখানে তার পাশে স্বামী অভিষেক বা শ্বশুর বাড়ির কাউকে দেখা যায়নি।
এর মধ্যে গত ১২ নভেম্বর দীপাবলির দিন বচ্চন বাড়ির পূজায় উপস্থিত না থেকে মেয়েকে নিয়ে মুম্বাই ছাড়তে দেখা যায় ঐশ্বরিয়াকে।
এরপর ১৬ নভেম্বর আরাধিয়ার জন্মদিনে তার বাবা ও মা আলাদা আলাদাভাবে সোশাল মিডিয়ায় যে পোস্ট করেছেন, তাতেও চুপ থেকেছেন অমিতাভ, জয়া এবং পরিবারের অন্য সদস্যরা।
এর মধ্যে সম্পদের ভাগাভাগি নিয়ে আলোচনায় এসেছেন অমিতাভ বচ্চন।
গত মাসে একমাত্র মেয়ে শ্বেতা বচ্চনকে ১৬ হাজার ৮৪০ বর্গফুটের বাংলো 'প্রতীক্ষা' উপহার দিয়েছেন অমিতাভ ও জয়া বচ্চন; যার বাজার মূল্য ৬০ কোটি রুপি।