"এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। বিষয়টি আমার আইনজীবী দেখছেন," বলছেন অভিনেত্রী।
Published : 26 Jan 2024, 05:20 PM
বলিউড অভিনেত্রী ও মডেল জারিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কলকাতার একটি আদালত।
২০১৮ সালের এক প্রতারণার মামলায় রোববার শিয়ালদা আদালত ওই পরোয়ানা জারি করে।
জারিনের বিরুদ্ধে অভিযোগ হল, ২০১৮ সালে দুর্গাপূজার সময়ে কলকাতা ও উত্তর ২৪ পরগণার ৬টি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল তার। সেজন্য তিনি অগ্রিম ১২ লাখ রুপি নিয়েছিলেন। কিন্তু কোনো অনুষ্ঠানেই উপস্থিত হননি। আয়োজকরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।
ওই বছরই অনুষ্ঠানের আয়োজকরা জারিন ও তার ম্যানেজারের নামে মামলা ঠুকে দেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা পড়ে।
অভিযোগ অস্বীকার করে জারিন বলেন, "এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। বিষয়টি আমার আইনজীবী দেখছেন।"
'বীর' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন জারিন। ওই সিনেমায় নায়ক ছিরেন সালমান খান। এরপর ‘হেট স্টোরি থ্রি’, ‘হাউজফুল’, ‘ওয়াজা তুম হো’, ‘রেডি’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।
সংবাদসূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)