কোরবানির দিন বিকাল ৪টায় আসিফের ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্ম ‘দ্য লাস্ট ডন’ প্রকাশ হবে।
Published : 10 Jun 2024, 03:31 PM
একটি মিউজিক্যাল ফিল্মে অন্যায়-অবিচারের প্রতিবাদকারী হিসেবে হাজির হচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর।
সেই প্রতিবাদকারীর রূপ কেমন হতে পারে তার আভাস মিলেছে ফেইসবুকে পোস্ট করা আসিফের ছবি এবং লেখায়।
ছবিতে দেখা গেছে, চোখে কালো চশমা, হাতে আগ্নেয়াস্ত্র, পরনে ব্লেজারের পকেটে বড় আকৃতির একটি গোলাপ। মাথার চুল জেল দিয়ে পরিপাটি করে রাখা।
আসিফ বলেছেন, ‘দ্য লাস্ট ডন’ নামে মিউজিক্যাল ফিল্মে এমন ‘ডন’ রূপে তিনি আসছেন। আগামী ১৭ জুন কোরবানির ঈদের দিন বিকাল ৪টায় আসিফের ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্ম ‘দ্য লাস্ট ডন’ প্রকাশ হবে।
মিউজিক্যাল ফিল্মের গল্প নিয়ে আসিফ লিখেছেন, “একজন গায়ক গান গায়, তার আনন্দের জীবন। তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের নিকৃষ্ট অংশ। গায়ক নিজেও সেই নোংরা সমাজের একটি অংশ। বিচারের বাণী কাঁদছে নিভৃতে, ডন আইন তুলে নেয় নিজের হাতে।
“শিশু ধর্ষণ ও পাচার, তাদের অঙ্গ কর্তন করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা এবং নারী পাচারসহ মানবপাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমরা তৈরি করেছি ‘দ্য লাস্ট ডন’! গায়ক হিসেবে আমি সর্বোচ্চ ন্যায়বিচার চাইতে পারি কথা, সুরে, গানে।”
মিউজিক্যাল ফিল্মটিতে গান গাওয়ার পাশপাশি অভিনয়ও করেছেন আসিফ।
গানটির গল্প ভাবনা আসিফের। লিখেছেন সুহৃদ সুফিয়ান, সংগীত পরিচালনা করেছেন জাভেদ আহমেদ কিসলু। মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন সৈকত নাসির। কিছুদিন আগে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে।
তবে মিউজিক্যাল ফিল্মের দৈর্ঘ্য কত দাঁড়িয়েছে এবং আসিফের সঙ্গে আরো কেউ কাজ করেছেন কি না সে বিষয়ে গায়ক বা পরিচালক কেউ কোনো তথ্য দেননি।
এর আগে ২০১৭ সালে আসিফকে নিয়ে ‘আগুন’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নির্মাণ করেন সৈকত নাসির।