‘ফেলুদা’, সত্যান্বেষী ‘ব্যোমকেশ’ আর গোয়েন্দা মনষ্ক অধ্যাপক ‘সোনাদা’- গত কয়েক বছরে এই তিন চরিত্রের পর কলকাতার অভিনেতা আবীর চট্টোপাধ্যায় এবার পর্দায় আসছেন নতুন গোয়েন্দা হয়ে।
আনন্দবাজার জানিয়েছে, রহস্য রোমাঞ্চ গল্পের লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বনে তৈরি এক সিনেমায় অভিনয় করবেন আবীর।
‘হইচই’ স্টুডিয়োর প্রযোজনায় সিনেমাটি তৈরির করবেন ‘ইন্দুবালা ভাতের হোটেল’র পরিচালক দেবালয় ভট্টাচার্য।
এদিকে কদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে আবীরের সিনেমা ‘ফাটাফাটি’। প্রেম-পারিবারিক গল্পের পর তাকে দেখা পাওয়া যাবে গোয়েন্দার ভূমিকায়।
কলকাতায় সংগীতের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ এর এই সঞ্চালককে ক্যারিয়ারে নানা ধরনের গল্পে-চরিত্রে নিজেকে তুলে ধরতে দেখা গেছে।
এর আগে পরিচালক সন্দীপ রায় তার সিনেমায় আবীরকে ‘ফেলুদা’ হিসেবে নির্বাচন করলেও আবীরের নিজস্ব পছন্দ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ বক্সী’।
গ্লিটজের সঙ্গে একবার আলাপে আবীর বলেছিলেন, জনপ্রিয় গোয়েন্দা ‘ফেলুদা’ চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় অদ্বিতীয়।
তাহলে আবীরের চোখে সেরা ব্যোমকেশ কে প্রশ্নে আবীর বলেছিলেন, “এই ব্যাপারে আমি নিজেকেই ভোট দেব। কারণ আমি মনে করি, ব্যোমকেশ আর আবীর একে অপরের জন্য...।”