স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বরেছেন, ‘বার্বি’ সিনেমায় অভিনয় করা বাংলাদেশি অভিনেতা নাম আগেই প্রকাশ করা হচ্ছে না চমক হিসেবে।
Published : 18 Jul 2023, 07:24 PM
হলিউডের সিনেমা 'বার্বি' বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে আগামি শুক্রবার (২১ জুলাই)। একইদিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।
স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, বার্বি সিনেমায় অভিনয় করেছেন একজন বাংলাদেশী অভিনেতা। আগামী বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সের মহাখালীতে এসকেএস টাওয়ার শাখায় জাঁকজমকপূর্ণ আয়োজনে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন সেই অভিনেতা।
তবে অভিনেতার নাম এখনই প্রকাশ করছে না স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
দেশের ইতিহাসে কোনো হলিউডি সিনেমার প্রিমিয়ারে স্বয়ং অভিনেতা উপস্থিত থাকার ঘটনা এটাই প্রথম বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, “বার্বি’র মত আলোচিত একটি সিনেমায় বাংলাদেশের একজন অভিনয় করেছেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। বার্বি’র প্রিমিয়ারে সেই অভিনেতাকে আমরা হাজির করছি, তবে তার নামটি আগেই প্রকাশ করছি না আমরা। এটা চমক হিসেবে থাকবে।”
ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। আইকনিক ডল স্টোরি ‘বার্বি’কে সিনেমায় রূপ দিয়েছেন তিনি।
টুইটারে প্রথম লুক এবং এর মুক্তির তারিখ উন্মোচন করার পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা চলছে।
সিনেমাটির ট্রেলারে দেখা যায়, বার্বি মার্গট রবি হঠাৎ বুঝতে পারেন তিনি হিল জুতা ফেলে এসেছেন পৃথিবীতে। সেই জুতা খুঁজতে তিনি পৃথিবীতে আসেন। সেখানে হলিউড তারকা রায়ান গসলিংকে সঙ্গে নিয়ে জুতা খুঁজতে গিয়ে পার্টিতে নাচ-গান এবং খেলাধুলা ও মারামারিতে জড়িয়ে যান তারা। এরপর তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্কও।
সিনেমাটিতে মার্গট রোবি ও রায়ান গসলিং দু’জন বার্বি ও কেইন হিসেবে মূল চরিত্রে থাকবেন। এছাড়া মার্কিন পপ তারকা ডুয়া লিপা ‘মারমেইড বার্বি’ চরিত্রে অভিনয় করেছেন। নিকোলা কফলানকে ‘কূটনীতিক বার্বি’ চরিত্রে দেখা যাবে। আনা ক্রুজ কেইন আসবেন ‘বিচারপতি বার্বি’ হয়ে। এছাড়া ‘ইনসিকিউর’ খ্যাত ইসা রে অভিনয় করেছেন ‘প্রেসিডেন্ট বার্বি’র চরিত্রে। এমা ম্যাকিকে দেখা যাবে ‘পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বার্বি’র চরিত্রে।
সিনেমায় আরও দেখা যাবে এমারেল্ড ফেনেল, স্কট ইভান্স, কিংসলে বেন-আডির, কেইট ম্যাককিনন, মাইকেল সেরা, আমেরিকা ফেরেরা, কনর সুইনডেলসকে। আর ধারা বর্ণনা শোনা যাবে ডেম হেলেন মিরেনের কণ্ঠে।