তবে নতুন গল্প নিয়ে কোনো ধরনের তথ্য ভাগ করে নিতে রাজি নন একেন চরিত্রের অভিনেতা অনির্বাণ।
Published : 25 Sep 2024, 05:39 PM
কেবল দুর্গাপূজা ঘিরে নয়, পশ্চিমবঙ্গের নির্মাতারা বছর শেষে বড়দিন ঘিরেও তাদের সিনেমা-সিরিজ মুক্তি দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় কলকাতার জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ‘একেন বাবু’র দেখা মিলবে চলতি বছরের শেষ নাগাদ।
সেই নতুন সিরিজ পর্দায় আনতে শুরু হয়ে গেছে শুটিংও।
আনন্দবাজার লিখেছে, জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘একেন বাবু’ চরিত্রে ফিরছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী।
দার্জিলিং এবং রাজস্থানের পর এবার একেনের অভিযান পুরীতে। সেখানে এক দফা শুটিংও সেরেছে একেন টিম।
তবে নতুন গল্প নিয়ে কোনো ধরনের তথ্য ভাগ করে নিতে রাজি নন অভিনেতা অনির্বাণ।
এমনকি সিরিজের নাম পর্যন্ত ফাঁস হয়নি শুটিং ইউনিট থেকে।
অনির্বাণ বলেন, “পুরীতে টানা শুটিং করেছি। খুব ব্যস্ত শিডিউলে কাজ শেষ করতে হবে এবার। তবে একাধিক লোকেশনে শুটিং চলবে। তাই শুটিংয়ের সাথে সাথে ভ্রমণের স্বাদ নেওয়া হয়ে যাবে।”
অনির্বাণ বলেছেন, শুটিং স্পটে তাকে চিনতে পারলেই অনুরাগীরা এগিয়ে এসে গল্প করছেন। শুটিং দেখছেন, ছবি তুলছেন।
পুরী ছাড়াও কোনার্ক মন্দির, রঘুরাজপুর, উদয়গিরিতে সিরিজ়ের শুটিং সারবে ইউনিট। দৃশ্যধারণের কাজ শেষ করে চলতি সপ্তাহেই কলকাতায় ফিরবে এই টিম।
২০১৮ থেকে ২০২১ পর্যন্ত মোট ছয়টি সিজনে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’য়ে অনির্বাণ দর্শকের সামনে আসেন ‘একেন বাবু’ হয়ে।
এরপর ‘পানির বোতল’, ‘লালবাজার’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’, ‘ব্যাধ’সহ আরও কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। কিছুদিন আগে মুক্তি পেয়েছেন তার সিনেমা ‘প্রধান’।
এছাড়া পরিচালক সৃজিত মুখার্জির ‘ফেলুদা ফেরত’ ও ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ নামের সিরিজেও ‘জটায়ু’ চরিত্র করে সুনাম কুড়িয়েছেন থিয়েটার করা অভিনেতা অনির্বাণ।