অর্থ সংকটে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল 'নয়া মানুষ' সিনেমার কাজ।
Published : 28 Nov 2024, 08:16 PM
চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার গল্পের সিনেমা 'নয়া মানুষ' এর ট্রেইলার প্রকাশ্যে এসেছে।
সিনেমাটি মুক্তি পাবে আগামী ৬ ডিসেম্বর। মুক্তি সামনে রেখে বুধবার রাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা সোহেল রানা বয়াতি, রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকারসহ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।
অর্থ সংকটে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল 'নয়া মানুষ' সিনেমার কাজ। অনেক চ্যালেঞ্জ উৎরে সিনেমাটির নির্মাণ শেষ করেন সোহেল রানা বয়াতি। অনুষ্ঠানে নিজের সেসব অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
বয়াতি বলেন, "প্রথম সিনেমা নিয়ে অনেক স্বপ্ন থাকলেও এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া খুব চ্যালেঞ্জের কাজ ছিল। পকেটে মাত্র ৩৭ হাজার টাকা নিয়ে শুটিংয়ের জন্য চাঁদপুরের উদ্দেশ্যে পুরো টিম নিয়ে রওনা হই। তখনো জানতাম না কীভাবে কাজটা শেষ হবে। একটা সময় টাকার অভাবে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।"
অনেকের সহযোগিতায় সিনেমাটির নির্মাণ শেষ করেন বয়াতি। এ সিনেমা মানুষের মনে দাগ কাটবে বলে তিনি আশা রাখছেন।
অভিনেতা রওনক হাসান বলেন, "এই কাজটা অসম্ভব কষ্ট করেই শেষ করেছি আমরা। সিনেমার গল্প, অভিনয় মানুষের হৃদয়ে দাগ কাটবে।"
মৌসুমী হামিদ বলেন, "সুন্দর একটা গল্প, আমরা চেষ্টা করেছি চরের মানুষের গল্পগুলো তুলে ধরতে। শুটিং করতে গিয়ে অনেক বাঁধা ছিল, শুটিং সেট ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ভেঙে গিয়েছিল।
“মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়, সব মিলিয়ে বয়াতি অনেক বাঁধা পেরিয়ে শুটিং চালিয়ে গেছেন। আমাদের সেই কষ্টের কাজটি পর্দায় আসছে, আশা করছি দর্শকের পছন্দ হবে।"
২০২২ সালের অক্টোবরে দৃশ্যধারণের কাজ শুরু হয়েছিল। তখন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট ভেঙে যায়, তাই বাধ্য হয়ে কাজ গুটিয়ে নিতে হয়েছিল।
এরপর গত বছরের এপ্রিল মাস থেকে ফের শুটিংয়ের কাজ মাঠে গড়ায়, শেষ হয় চলতি বছরের এপ্রিলে।
আ মা ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘নয়া মানুষ’। সিনেমাটি সবাইকে প্রেক্ষাগৃহে এসে দেখার আমন্ত্রণ জানিয়েছেন এই চিত্রনাট্যকার।
দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে এই সিনেমায় আরও অভিনয় করছেন ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশীসহ আরো কয়েকজন।
পুরনো খবর
'নয়া মানুষ' আসছে বিজয়ের মাসে
বানভাসি মানুষের গল্পে বড় পর্দায় 'নয়া মানুষ'