সোমবার চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন এই সুপারস্টার।
Published : 01 Oct 2024, 08:03 PM
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দক্ষিণী অভিনেতা রজনীকান্ত চিকিৎসায় এখন ভালো আছেন।
দুই দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ইন্ডিয়া টুডে লিখেছে, সোমবার সুপারস্টার রজনীকান্ত চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন। এই অভিনেতার হৃদপিণ্ডের মহাধমনীতে ফোলাভাব ছিল। এটি ঠিক করার জন্য হৃদপিণ্ডে একটি স্টেন্ট বসানো হয়েছে। ট্রান্সক্যাথেটার পদ্ধতিতে এই চিকিৎসা করা হয়েছে।
হাসপাতাল থেকে এক বিবৃতিতে এমন খবর দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রজনীকান্ত এখন ভালো আছেন এবং কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
একই কথা জানিয়েছেন অভিনেতার স্ত্রীও।
রাতের বেলায় পেট ব্যথা শুরু হলে ৭৩ বছর বয়সী এই অভিনেতাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
রজনীকান্তের আসন্ন সিনেমা 'ভেট্টইয়ান' ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
টিজে জ্ঞানভেল পরিচালিত এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি অংশে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও। এছাড়াও লোকেশ কঙ্গরাজের পরিচালনায় ‘কুলি’ সিনেমায় দেখা যাবে রজনীকান্তকে।