ঘড়িগুলো চোর হাতিয়ে নিয়েছিল বছর খানেক আগে অভিনেতার লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে।
Published : 31 Dec 2024, 10:40 AM
ম্যাট্রিক্স তারকা হলিউডের অভিনেতা কিয়ানু রিভসের চুরি যাওয়া তিনটি ঘড়ি উদ্ধার হয়েছে চিলি থেকে।
রোলেক্স ব্র্যান্ডের নয় হাজার ডলার দামের ঘড়িগুলো চোর হাতিয়ে নিয়েছিল বছর খানেক আগে অভিনেতার লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে।
সিএনএন ঘড়ি উদ্ধারের এই খবর জানিয়ে বলেছে, তিনটি ঘড়িই কিয়ানুর। ওগুলোর মধ্যে একটিতে কিয়ানুর নামের আদ্যাক্ষর লেখা আছে। আরো লেখা, ‘জন উইক ৪’; কিয়ানুর এই জন উইক সিরিজের সিনেমাগুলোও দারুণ নন্দিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের পুলিশের অভিযোগের ভিত্তিতে চিলির পুলিশ তদন্ত শুরু করেছিল। পুলিশ চিলির চারটি বাড়িতে অভিযান চালিয়ে অলঙ্কার ও ঘড়ি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ২১ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে।
২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত কিয়ানুর চারটি ‘জন উইক’ মুক্তি পেয়েছে। অ্যাকশনধর্মী এই সিরিজ়ের অন্যতম আকর্ষণ কিয়ানুর উপস্থিতি।
সম্প্রতি সিনেমার পঞ্চম সিকুয়েল নিয়ে কিয়ানু বলেছিলেন, তিনি অভিনয়ে ইচ্ছুক। কিন্তু হয়ত শেষ পর্যন্ত তার শরীরে ধকল সইবে না।
আগামী বছর এই সিরিজের পঞ্চম পর্ব মুক্তি পাওয়ার কথা। সেখানে একটি ক্যামিও চরিত্রে পর্দায় আসছেন কিয়ানু।
১৯৮৬ সালে ‘ইয়াংব্লাড’ সিনেমা দিয়ে পর্দায় আত্মপ্রকাশ হয় কিয়ানুর। তবে আগে থেকেই নিয়মিত ছিলেন টেলিভিশনে। কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (সিবিসি) কিশোর সংবাদদাতা ছিলেন তিনি।
১৯৮৪ সালেই টেলিভিশন সিরিজ ‘হ্যাংয়িং ইন’ দিয়ে ক্যামেরার সামনে হাজির হন। পরের বছর মঞ্চে নামেন ‘রোমিও জুলিয়েট’ নাটকে মার্কুশিও চরিত্রে কাজ করেন। তার দুই বছর আগেই শুরু জনপ্রিয় পানীয় ব্র্যান্ড কোকা কোলার বিজ্ঞাপনে অংশ নেন। অ্যাডভেঞ্চার প্রিয় কিয়ানুর জীবনও দারুণ সব উত্থান-পতনে ভরপুর।
প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করা এই তারকা চিত্রজগতে প্রবেশ করে উপহার দিয়েছেন ‘দ্য ম্যাট্রিক্স’, ‘স্পিড’, ‘পয়েন্ট ব্রেক’, ‘ডেস্টিনেশন ওয়েডিং’, ‘সুইট নভেম্বর’, ‘প্যারেন্টহুড’, আ ওয়াক ইন দ্য ক্লাউড’-এর মত জনপ্রিয় সব সিনেমা।