অভিনেতা, সংগীত শিল্পী, চলচ্চিত্র প্রযোজক এবং কমিক বইয়েরে লেখক। এমন কিছু আছে, যা কিয়ানু রিভস করতে পারেন না?
‘ম্যাট্রিক্স’ তারকা রিভস যে কমিক বই লিখছেন, তা পুরনো খবর। নতুন খবর হল, তার কমিক সিরিজ বিজরকর (BRZRKR) স্যান ডিয়াগো কমিক কনে ইতিহাস গড়েছে। বিজরকরই প্রথম কমিক বই, যেটা এ কনভেনশনের সম্মানজনক হল এইচএ স্থান পাচ্ছে।
বিবিসি লিখেছে, আরও দুটি সংস্করণ দিয়ে শেষ হবে এই কমিক সিরিজ। তবে কিয়ানু রিভস পাঠকদের আশ্বস্ত করেছেন, এই গল্পের এখানেই শেষ নয়।
ম্যাট কিন্ডের সঙ্গে জুটি বেঁধে ২০২১ সালে প্রথম বিজরকর প্রকাশ করেন কিয়ানু রিভস।
কমিক বইটি অবলম্বনে সিরিজ তৈরি করবে নেটফ্লিক্স । ওই সিরিজে প্রধান চরিত্রে কণ্ঠ দেওয়ার পাশাপাশি প্রযোজনাতেও থাকছেন রিভস নিজে।
কমিক কনে এসে শুধু কমিক নিয়ে নয়, মুক্তির অপেক্ষায় থাকা ‘জন উইক ৪’ নিয়েও কথা বলেছেন রিভস।২০২৩ সালের ২৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া সিনেমাটির টিজারও এরইমধ্যে প্রকাশিত হয়েছে।