“শাহরুখ সবকিছুতেই তার ১০০ শতাংশ দেন। উনি একদমই আলাদা কিছু,” বলেন ভিকি কৌশল
Published : 09 Dec 2023, 09:36 AM
‘ডানকি’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন ভিকি কৌশল। কিছুদিন আগে শুটিং সেটের স্মৃতি হাতড়ে শাহরুখকে বলিউডের ‘বাদশা’ বলার কারণ জানিয়েছেন অভিনেতা।
সম্প্রতি 'কফি উইথ করণ'-এর অষ্টম সিজনের সর্বশেষ পর্বে হাজির হয়েছিলেন ভিকি কৌশল ও কিয়ারা আভদানি। সেখানে এসে শাহরুখের সঙ্গে ‘ডানকি’ সিনেমার শুটিংয়ের একটি ঘটনাও ভিকি ভাগ করে নিয়েছেন বলে হিন্দুস্থান টাইমস বাংলা জানিয়েছে।
সেদিন ভিকির উদ্দেশ্যে করণ বলেন, “শাহরুখ আমায় বলল, এটা তোমার সেরা পারফরমেন্স। তোমার সঙ্গে কাজ করে তার দারুণ লেগেছে। তোমার কেমন লাগল?”
উত্তরে ভিকি বলেন, “দুর্দান্ত। তার সঙ্গে দেখা হলেই এত ভালো লাগে, সেখানে তার সঙ্গে সিনেমা করা, স্ক্রিন ভাগ করা সেটা আলাদাই ব্যাপার। অনেক কিছুই শেখার আছে তার কাছ থেকে।”
নায়ক আরও বলেন, সিনেমায় শাহরুখের সঙ্গে তার একটা ক্রিটিক্যাল দৃশ্য ছিল; সে সময় একটা জরুরি কাজে তাকে বেরিয়ে যেতে হয়। তাই বডি ডাবলের সঙ্গে কাজটা সেরে নিয়েছিলেন ভিকি।
“সেদিন সন্ধ্যায় উনি আমায় ফোন করেন, কিন্তু একটা ইভেন্টে থাকায় আমি ফোন ধরতে পারিনি। তখন উনি আমায় ম্যাসেজ করে বলেন, সিনটা আবার শুট করতে চান। আমি তাকে বললাম, দরকার নেই, রাজু স্যার (রাজকুমার হিরানি) বলেছেন, একদম ঠিক আছে। পরদিন সেটে গিয়ে উনি নিজে পুরোটা দেখেন, বোঝেন যেটা শুট হয়েছে ঠিক আছে, তখন শান্ত হন। শাহরুখ সবকিছুতেই তার ১০০ শতাংশ দেন। উনি একদমই আলাদা কিছু।”
‘ডানকি’ সিনেমায় শাহরুখের সঙ্গে রয়েছেন তাপসী পন্নু ও ভিকি কৌশল। বিশেষ চরিত্রে রয়েছেন বোমান ইরানি।
শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট, রাজ কুমার হিরানি ফিল্মস এবং জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি এ সিনেমা মুক্তি পাবে ২২ ডিসেম্বর।