ভোলা জেলার রূপসী সিনেমা হলে শুক্রবার থেকে ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি দেখা যাবে।
Published : 04 Jul 2024, 09:50 PM
ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি শুধুমাত্র প্রদর্শিত হয়েছিল মাল্টিপ্লেক্সগুলোতে। এবার সিঙ্গেল স্ক্রিনে আসছে সিনেমাটি। ভোলা জেলার রূপসী সিনেমা হলে শুক্রবার থেকে সিনেমাটি দেখা যাবে।
নির্মাতা রাশিদ পলাশ গ্লিটজকে বলেন, "ঈদের সময় মাল্টিপ্লেক্সগুলো দুই সপ্তাহ সিনেমাটি চলেছে। সে সময় সিঙ্গেল স্ক্রিনে মুক্তির সুযোগ ছিল না। এবার দেশের কিছু মানসম্পন্ন সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি দিতে চাইছি। যাতে সুন্দর পরিবেশে দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারেন। এ সপ্তাহে ভোলা জেলার একটি সিঙ্গেল স্ক্রিনে চলবে। পরের সপ্তাহ থেকে ১০ থেকে ১২টি সিনেমা হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।"
গত ১৭ জুন সিনেমাটি মুক্তি পেয়েছিল স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসে। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ।
নির্মাতা বলেন, "প্রেম ও প্রতারণার একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমাটি। বিমান ছিনতাইয়ের ঘটনা আছে। রোমান্টিক ঘরানার থ্রিলার সিনেমা এটি।"
সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী। আইটেম গানে দেখা যাবে চিত্রনায়িকা আলিশা প্রধানকে।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি। আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।