এই সিনেমায় সাতটি গান রেখেছেন নির্মাতা।
Published : 10 Feb 2024, 05:00 PM
রণবীর কাপুরের আগামী অ্যাকশন সিনেমার চূড়ান্ত ঝলক আসছে একটি বিশেষ দিনে। দিনটি হল ২৮ সেপ্টেম্বর, এ বলিউড তারকার ৪১তম জন্মবার্ষিকী।
‘অ্যানিমেল’ মুক্তির তারিখ ছিল ১১ অগাস্ট। কিন্তু একই দিনে আসে বক্স অফিস কাঁপিয়ে দেওয়া সানি দেওলের সিনেমা ‘গদর ২’। এছাড়া পোস্ট প্রোডাকশন কাজও কিছুটা বাকি ছিল ‘অ্যানিমেল’র। তাই এই সিনেমা মুক্তির নতুন তারিখ ঠিক হয়েছে ডিসেম্বরের ১ তারিখ। আর সিনেমার প্রচারের জন্য দুই মাস সময় হাতে রেখে চূড়ান্ত টিজার প্রকাশ করা হবে ২৮ সেপ্টেম্বর।
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এরইমধ্যে বলে দিয়েছেন, তার এই সিনেমায় কেবল অ্যাকশন আছে তা নয়, সেসবের পেছনে মারাত্মক একটি গল্প আছে। মাস কয়েক আগে প্রকাশ পাওয়া প্রথম টিজারেই যার আভাস পাওয়া গেছে। সেখানে রণবীর গ্যাংস্টার আবির্ভুত হন কুড়াল হাতে ‘খুনে রূপে’। রণবীরের এমন লুক অবশ্য ভক্তরা পছন্দ করেছেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় রণবীরের ওই ছবি শেয়ার করেন।
এই সিনেমায় সাতটি গান রেখেছেন নির্মাতা। সন্দীপ রেড্ডির ভাষ্য হল, গানের দৃশ্যায়নেই তার সময় লেগেছে বেশি।
এই সিনেমায় রণবীর ও ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মানদানা প্রথমবারের মত জুটি বেঁধেছেন। সংবাদসূত্র: টাইমস অব ইন্ডিয়া
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)