Published : 06 Oct 2023, 08:06 PM
এক যুগের বেশি সময় ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব সামলে আসা লিয়াকত আলী লাকীকে ‘কিং অব দ্য আর্ট’ আখ্যা দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বৃহস্পতিবার পালাগান উৎসবের সমাপনীতে তিনি বলেন, “(অনুষ্ঠানের) সম্মানিত সভাপতি আমাদের ‘কিং অব দ্য আর্ট’, আমাদের এই শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। একটু বলতে হবে যে ‘শিল্পের রাজা’; এটাকে একটু বাংলা করে দিয়ে গেলাম।
“ওই যে সংস্কৃতিজন, নাট্যজন; এর সাথে আমি চাইব যে- অন্তত তাকে আমি যে সম্মানটি দিয়েছি, সেই জায়গাটি যেন থাকে। শিল্পের রাজা আমাদের; সকল ক্ষেত্রে তার বিচরণ।… কোন দিকে তার বিচরণ নাই? সকল দিকে তার অসাধারণ বিচরণ আছে। সেই মানুষটি আজকে এখানে সভাপতিত্ব করছেন।”
নানা আলোচনা-সমালোচনার মধ্যেই গত ২৯ মার্চ সপ্তমবারের মত শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পান লিয়াকত আলী লাকী। দীর্ঘদিন ধরে লাকীর শিল্পকলা একাডেমির পদে থাকা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এর মধ্যে গত বছর দুর্নীতির অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদও করেছিল।
শিল্পকল্পা একাডেমির কর্মকর্তা হাসান মাহমুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী পালাগানের ১৪০টি দলের পরিবেশনায় ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ‘গণজাগরণের পালাগান উৎসব’ আয়োজন করেছে একাডেমি।
এর মধ্যে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১-৫ অক্টোবর চলে এ আয়োজন। উৎসবের সমাপনী দিনের আসর বসে একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে; সন্ধ্যা ৬টায়। ‘নারী-পুরুষ’ পালাটির পরিবেশনায় ছিলেন আলেয়া বেগম ও আক্কাস দেওয়ান।
এ আয়োজনের প্রশংসা করতে গিয়ে লাকীকে ‘শিল্পের রাজা’ হিসেবে বর্ণনা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।