'মাইজ্যা দুলাভাই' প্রচার হবে শনিবার রাত ৯টা ৫ মিনিটে।
Published : 26 Oct 2024, 10:36 AM
বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে শনিবার রাতে প্রচারিত হবে একক নাটক ‘মাইজ্যা দুলাভাই’।
বিটিভি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সপ্তাহিক একক নাটক হিসেবে শনিবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচার হবে।
সৈয়দ মহিদুর রহমানের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, নূর এ আলম নয়ন, তানজুম আরা পল্লী, তারিক স্বপন, আতিকখান, মাইশা, হানিফ খানসহ আরো অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে বাবা-মা হারা মানিক নামের এক যুবক বিয়ে করেছেন ময়মনসিংহের মেয়ে শাবানাকে। শাবানারা তিন বোন। বোনদের মধ্যে শাবানা মেজ। বড় বোন সুজাতার নিজ গ্রামে বিয়ে হওয়াই তার স্বামী লতিফ শ্বশুরবাড়িতে থেকেই শ্যালিকাদের পিতৃ স্নেহে দেখাশোনা করেন।
সহজ-সরল স্বভাবের মেজ জামাই মানিক তার একমাত্র শ্যালিকা ববিতাকে খুব ভালোবাসেন। কারণ তার একটা বোন ছিল যাকে সে ছোটবেলায় হারিয়ে ফেলেছে। ববিতার মাঝে মানিক যেন সেই মৃত বোনের ছায়া খুঁজে পায়। এই স্নেহ স্ত্রী শাবানার মনে সন্দেহের জন্ম দেয়। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
মাহবুবা ফেরদৌস জানিয়েছেন, পারিবারিক গল্পের এই নাটকে মানিককে শায়েস্তা করতে গেলে বেরিয়ে আসবে ববিতার প্রতি মানিকের স্নেহের আসল কারণ।