শনিবার দ্বিতীয় জানাজা শেষে সিলেটে দাফন করা হবে এই নির্মাতাকে।
Published : 20 Dec 2024, 09:44 PM
চলচ্চিত্র নির্মাতা সি বি জামান মারা গেছেন; যিনি হৃদরোগ নিয়ে গত ১৩ ডিসেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
মৃত্যুকালে 'উজান ভাটি' খ্যাত এ নির্মাতার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতার ছেলে সি এফ জামান (চৌধুরী ফরহাদুজ্জামান)।
তিনি গ্লিটজকে বলেন, "এফডিসিতে আব্বুর প্রথম জানাজা হয়েছে। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে শনিবার যোহরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে শাহজালালের দরগাহ সংলগ্ন কবরস্তানে দাফন করা হবে।"
সি এফ জামান বলেন, গত ১৩ ডিসেম্বর সকালে হার্ট অ্যাটাক করেন সি বি জামান। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর আইসিইউতে ভর্তি করান হয়। সেখান থেকে গত ১৫ ডিসেম্বর নেওয়া হয় লাইফ সাপোর্টে। শুক্রবার দুপুরে সেখানেই তার মৃত্যু হয়।
হার্ট অ্যাটাক ও কিডনির জটিলতাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন এই নির্মাতা। এর আগে ২০১৯ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে কাটাতে হয় তাকে।
১৭৯৩ সালে চলচ্চিত্র পরিচালনা শুরু করেন সি বি জামান। 'ঝড়ের পাখি', 'উজান পাখি', 'পুরষ্কার', 'কুসুম কলি'সহ বেশকিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।
এর মধ্যে ‘পুরস্কার’ সিনেমাটি ১৯৮৩ সালে পাঁচ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। ১৯৯০ সালে সর্বশেষ ‘কুসুম কলি’ নামের চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তিনি।