সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে ঈদের নাটক ‘প্রিয় প্রিয়সীনি’।
Published : 21 Mar 2025, 04:58 PM
মাহমুদ মাহিনের পরিচালনায় ‘প্রিয় প্রিয়সীনি’ নাটকে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।
ঈদের বিশেষ নাটক হিসেবে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘প্রিয় প্রিয়সীনি’।
নাটকের গল্প নিয়ে বিজ্ঞপ্তিতে পরিচালক মাহিন বলেছেন ‘প্রিয় প্রিয়সীনি’ নাটকে জোভান অভিনয় করেছেন প্রবাসী তরুণ ইকবাল চরিত্রে। যিনি তিন মাসের ছুটি নিয়ে গ্রামে এসেছেন বিয়ে করতে। কিন্তু শিল্পী নামের যে পাত্রীকে ইকবালের পছন্দ হয়েছে, তার পরিবার আবার মানতে নারাজ বিয়ের তিন মাস পর ইকবাল বিদেশ চলে যাবেন। তারপর নানান নাটকীয়তায় এগিয়ে গেছে গল্প।
নির্মাতা মাহিন জানিয়েছেন, নাটকের গল্পের সঙ্গে অবিবাহিত প্রবাসীদের প্রায় সবার জীবনেরই ছায়া রয়েছে। কারণ প্রায় প্রবাসী অনেক তরুণকেই দেশে বিয়ের জন্য আসার পর এ ধরনের জটিলতায় পড়তে হয়।
“নাটকে ওই জটিলতার পাশাপাশি নিখাদ প্রেমের গল্পও রয়েছে।”
নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন মোস্তাক মোরশেদ।