মানুষের কাছে যাতে একঘেয়ে না লাগে এবং অভিনয় নির্ভর এমন কোনো চরিত্র বেছে নেওয়ার কথা ভাবছেন ববি দেওল।
Published : 07 Mar 2025, 09:25 PM
‘অ্যানিমাল’ সিনেমায় খল চরিত্র করে ডুবে যাওয়া ক্যারিয়ারকে ভাসিয়ে তুলেছিলেন হিন্দি সিনেমার অভিনেতা ববি দেওল। এরপর থেকে কয়েকটি নেতিবাচক চরিত্রে করেছেন তিনি; কিন্তু আপাতত খল চরিত্র থেকে বেরিয়ে আসতে চাইছেন এই অভিনেতা।
‘আশ্রম’ থেকে ‘অ্যানিমাল’ করে দারুণ জনপ্রিয়তা পাওয়া ববি বলেছেন, ‘খল’ চরিত্রে অভিনয় করা দারুণ রোমাঞ্চের এবং চ্যালেঞ্জের হলেও তিনি নতুন ধরনের চরিত্রে কাজ করতে ‘আগ্রহী’।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্রপুত্র ববি তার ইচ্ছার কথা বলেছেন। সে সময় তিনি পরিচালক প্রকাশ ঝায়ের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।
“আমি নিজেও জানতাম না খল চরিত্রের কাজ আমি পারি। আমাকে বুঝতে পেরেছিলেন প্রকাশ ঝা। তিনি আমাকে আশ্রম সিরিজে নিরালা বাবার চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন। চরিত্রটি মানুষ গ্রহণ করেছিল। ওই সময়ে প্রকাশ ঝা ছাড়া আমার ওপরে কেউ আস্থা রাখেনি।”
দীর্ঘ সময় বড় পর্দার সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্নই ছিল এই অভিনেতার। অবশেষে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’ সিনেমা ববির প্রায় হারিয়ে যাওয়া ক্যারিয়ারকে ফিরিয়ে আনে। ‘অ্যানিমাল’ সিনেমায় ২৭ মিনিটের খল চরিত্রের অভিনয় ববিকে করে দারুণ জনপ্রিয়।
২০২৩ সালের ডিসেম্বরে ‘অ্যানিমাল’ মুক্তির আগেই সিনেমায় ববি অভিনীত ‘জামাল কুদু’ গান প্রকাশ পেলে নতুন নতুন কাজ এসে ধরা দেয় ববির হাতে।
এরপর ‘কাঙ্গুয়াসহ’ আরো কয়েকটি সিনেমায় ববি খল চরিত্রে অভিনয় করেছেন। তবে এখন তিনি চরিত্রের বদল চাইছেন।
ববি বলেন, “আমি একটি নির্দিষ্ট চরিত্রের জন্য পরিচিত হয়ে যাচ্ছি। গৎবাঁধা ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতে চাইছি। তার মানে আবার এমন নয় যে আমি মূল চরিত্রই চাই।”
গত দুই বছরে যে সব চরিত্র ববির হাতে ধরা দিয়েছে সেগুলোকে ‘অনুপ্রেরণাদায়ক’ বলে বর্ণনা করেছেন তিনি।
ববি বলেন, “এখন আমি যেসব চরিত্র করছি, একটা সময় সেগুলো আমার কমফোর্ট জোনের বাইরে ছিল। প্রথম প্রথম কিন্তু আমি লজ্জা পেতাম। ভাবতাম দর্শকরা আমাকে কীভাবে গ্রহণ করবেন। ‘অ্যানিমাল’ সিনেমার সময়ও আমি সংশয়ে ছিলাম। পরে অবশ্য চরিত্রটি সবার পছন্দ হয়েছে। যে ভালোবাসা আমি পেয়েছি তা ভাষায় বর্ণনার নয়।”
ববির কথায়, দর্শকদের প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত অভিনয় শিল্পীরা সবসময় দ্বিধায় থাকেন। প্রতিক্রিয়া ইতিবাচক হলে ভালো লাগে। প্রতিটি শিল্পীই চান তাদের কাজ সাদরে গ্রহণ হোক এবং যখন কঠোর পরিশ্রমের বিনিময়ে মানুষের ভালোবাসা মেলে, তখন দারুণ অনুভূতি কাজ করে।
১৯৯৫ সালে ‘বারাসাত’ সিনেমা দিয়ে বলিউডে ববির অভিষেক হয়; সেখানে ববির নায়িকা হয়েছিলেন টুইঙ্কেল খান্না। সেরা নবাগত অভিনেতা হিসেবে সে বছর ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিলেন ববি। একটা সময়ে কাজ কমতে থাকায় মাদকে আসক্ত হয়ে পড়েন তিনি।
ক্যারিয়ারের ওঠানামা নিয়ে ববি বলেন, “উত্থান পতন গেছে। মানুষের উপহাসও শুনছি, আবার যে ভালোবাসায় তারা ফিরিয়ে নিয়েছেন আমাকে, সেটিও বলার নয়। কিছুদিন হল একই ধরনের চরিত্র করছি। এবার খল চরিত্র থেকে সরে একটু অন্য রকম চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে আমার।”
মানুষের কাছে যাতে একঘেয়ে না লাগে, অভিনয় নির্ভর এমন কোনো চরিত্র বেছে নেওয়ার কথা ভাবছেন ববি দেওল।