সিনেমার মাস্তান চরিত্রে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন মৌ খান।"
Published : 24 Aug 2024, 05:03 PM
কোটা আন্দোলন এবং সরকার পতন পরবর্তী পরিস্থিতিতে প্রায় দেড় মাস পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন সিনেমা।
পরিচালক মনতাজুর রহমান আকবরের সিনেমা ‘অমানুষ হলো মানুষ’ শুক্রবার মুক্তি পেয়েছে ২১টি প্রেক্ষাগৃহে।
সিনেমায় মাস্তান চরিত্রে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল; আর তার বিপরীতে আছেন মৌ খান।
মুক্তির প্রথম দিনেই দর্শকদের ‘সাড়া পাচ্ছেন’ জানিয়ে নির্মাতা আকবর গ্লিটজকে বলেন, "দুপুর ১২টা থেকেই বুকিং এজেন্টের কাছ থেকে খবর নিচ্ছিলাম, কেমন টিকিট বিক্রি হচ্ছে। রিপোর্ট খুব ভালো, দর্শক সিনেমাটি দেখছে। গাজীপুরের বর্ষা সিনেমা হলে দুপুরের ১২টার শোতে অনেক দর্শক ছিল। দেশের এই পরিস্থিতিতে মানুষ সিনেমা দেখছে এটা বিশাল পাওয়া।"
সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালকের ভাষ্য, চিত্রনাট্য বেশ শক্তিশালী এবং রোমান্টিক ঘরানার গল্প। গ্রামের একজন প্রভাবশালী মাস্তান স্কুলের জায়গা দখল করে মাদকের আখড়া তৈরি করে। পড়াশোনা শেষ করে সেই স্কুলে শিক্ষকতায় যুক্ত হন একটি মেয়ে। স্কুলের জায়গাগুলো দখলমুক্ত নিয়ে তাদের দ্বন্দ্ব, এক পর্যায়ে হয়ে যায় প্রেম। এসব গল্পই উঠে এসেছে সিনেমায়।
সিনেমাটি প্রসঙ্গে মৌ খান বলেন, "এখানে আমি একজন স্কুল শিক্ষক ও প্রতিবাদী মেয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটিতে নতুনত্ব আছে। এ কারণে সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।"
সিনেমায় আরও অভিনয় করছেন বড় দা মিঠু, রাশেদা চৌধুরী, জয় চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরন কুমার, সেলিমসহ অনেকে।
মৌ খান অভিনীত আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। নাম ‘বাংলার হারকিউলিস’। এটিও শিগগিরি মুক্তি পাবে বলে জানালেন অভিনেত্রী।