Published : 09 Feb 2023, 02:28 PM
বলিউডে রাহুল-আথিয়া ও সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের সানাই থামতে না থামতেই গুঞ্জন উঠছে নতুন এক বিয়ের খবরের। শোনা যাচ্ছে বাহুবলী তারকা প্রভাষ রাজু ও কৃতি শ্যানন বাগদান সারছেন শিগগিরই।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, খবর চাউর হয়েছে প্রভাস আর কৃতির বাগদান হতে যাচ্ছেই আগামী সপ্তাহে। তবে ভারতের মাটিতে নয়, ‘আদিপুরুষ’ সিনেমার এই জুটির বাগদান হবে মালদ্বীপে।
অবশ্য এই খবর ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন প্রভাস ও কৃতি দুজনেই।
প্রভাসের পক্ষ থেকে তার ‘টিম’ টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, প্রভাস ও কৃতি শুধুই বন্ধু, তাদের বাগদানের খবরটি সত্য নয়।
আর ইনস্টাগ্রামের স্টোরিতে কৃতি লিখেছেন, “বিয়ের গুজব পুরনো খবর এবং ভিত্তিহীন। কোন প্রেম নেই, আছে বন্ধুত্ব।“
বছরের অন্যতম বড় বাজেটের চলচ্চিত্র ‘আদিপুরুষ’-এ একসঙ্গে অভিনয় করছেন প্রভাস-কৃতি। এই সিনেমার শুটিংয়েই নাকি মন দেওয়া নেওয়া হয়েছিল তাদের।
রামায়ণ মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত এই পৌরাণিক সিনেমায় প্রভাস ‘রাম’ চরিত্রটি রূপায়ন করছেন, যা সিনেমার মূল আকর্ষণ। আর সীতার চরিত্রটি করছেন কৃতি স্যানন। এই সিনেমা দিয়ে প্রথম জুটি বেঁধেছেন এই দুই অভিনেতা।
সিদ্ধার্থ ও কিয়ারার ক্ষেত্রেও শুরুতে এমনই দেখা গিয়েছিল। এই দুই নায়ক নায়িকার কেউই বিয়ের আগে একবারের জন্য নিজেদের প্রেম নিয়ে মুখ খোলেননি।
তবে প্রভাস ও কৃতির সম্পর্কের ইঙ্গিত আসে কয়েকদিন আগে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের কাছ থেকে। নির্মাতা করণ জোহরের শো ‘কফি উইথ করণ’র শোতে গিয়েছিলেন বরুণ। সেখানে করণ বরুণের কাছে জানতে চান, কেন তার পছন্দের অভিনয় শিল্পীর তালিকায় কৃতির নাম নেই।
তখন বরুণের উত্তর ছিল, “তার নাম আছে অন্য কারও হৃদয়ে।“
করণের প্রশ্ন ছিল, “সেই মানুষটি কে?”
বরুণ বলেন, “সেই মানুষ, যিনি এখন মুম্বাইতে নেই। তিনি দীপিকার সাথে শুটিং করছেন।“
প্রভাস তখন মুম্বাইয়ের বাইরে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন নায়িকা দীপিকা পাড়ুকোনের সাথে।
প্রভাস ও কৃতির প্রেমের ইঙ্গিত দেওয়া বরুণের ওই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও বরুণ পরে জানান, পুরো বিষয়টাই তিনি মজা করে বলেছেন।