৩৪ বছর আগে মুক্তি পাওয়া ‘অগ্নিপথ’ সিনেমার ব্যর্থতা অমিতাভের ক্যারিয়ারের ‘বড় ধাক্কা’ হিসেবে দেখা হয়।
Published : 10 Nov 2024, 12:27 PM
ভারতীয় হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চন মানে বহু ব্লকবাস্টার সিনেমার সমাহার, দশকের পর দশক ধরে আধিপত্য ধরে রাখার ‘সক্ষমতা’; কিন্তু এত সাফল্যের মধ্যেও আছে তিক্ত ঘটনা।
৩৪ বছর আগে মুক্তি পাওয়া ‘অগ্নিপথ’ সিনেমার ব্যর্থতাকে অমিতাভের ক্যারিয়ারের ‘বড় ধাক্কা’ হিসেবে দেখা হয়।
ডিএনএ লিখেছে, হলিউডের একটি কাল্ট ক্লাসিক সিনেমা অবলম্বনে ‘অগ্নিপথ’ বানিয়েছিলে পরিচালক মুকুল আনন্দ। প্রতিশোধের গল্পের ওই সিনেমা মুক্তির পর দর্শকরা ক্ষেপে গিয়ে প্রেক্ষাগৃহে ভাংচুর চালিয়েছিলেন; এবং বাণিজ্যিকভাবেও ব্যর্থ হয় সিনেমাটি।
তবে ওই সিনেমার দারুণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিলেন বিগ বি। এছাড়া পরবর্তীতে অগ্নিপথ সেরা ‘গ্যাংস্টার ড্রামার’ মর্যাদাও পেয়েছিল।
এতে অমিতাভ ছাড়াও মিঠুন চক্রবর্তী, টিনু আনন্দ, নীলম কোঠারি, ড্যানি ডেনজংপা ও অর্চনা পুরাণ সিংসহ আরো কয়েকজন অভিনয় করেন।
সিনেমার গল্প তৈরি হয় বিজয় নামের এক তরুণকে ঘিরে। যার বাবাকে বহু বছর আগে হত্যা করা হয়। বড় হওয়ার পর বিজয়ের পিতৃহত্যার প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে চিত্রনাট্যে।
সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির সেটে ‘অগ্নিপথ’ নিয়ে অজানা গল্প শোনান অমিতাভ।
অমিতাভ বলেন, সিনেমার মূল চরিত্র বিজয় দীননাথ হওয়ার জন্য তার কণ্ঠ কিছুটা ‘বদল করতে হয়েছিল’।
অনুষ্ঠানের অতিথি বরুণ ধাওয়ানের প্রশ্ন ছিল বিজয় হয়ে উঠতে অমিতাভ কণ্ঠ বদল করেছিলেন কীভাবে?
বিগ বি বলেন, “সে এক মজার গল্প। কিছু বিষয়ের ওপর কারো হাত থাকে না। মানুষ ভাবে এক, হয় আরেক। প্রথমদিকে চরিত্র নিয়ে তেমন কিছু ভাবিনি। পরে একটা কথা মনে হল।
“একজন ভারি কণ্ঠের মানুষকে আমি চিনতাম, যার অপরাধ জগতের সঙ্গে খানিকটা যোগাযোগ ছিল। ওই ব্যক্তির কণ্ঠস্বর ছিল ভারি ও গভীর। একদিন মেকআপ রুমে বসে আমার মনে হল, বিজয়ের সঙ্গে ওই মানুষটার স্বভাব খানিকটা মিলে যায়। সিদ্ধান্ত নিলাম যে বিজয়ের চরিত্রে গভীর কণ্ঠে ডাব করব। সে কথা মুকুল আনন্দকেও জানালাম আমি, উনিও রাজি হলেন।“
অমিতাভের ভাষ্য, ওই গমগমে গভীর কণ্ঠই তার জন্য ‘কাল’ হয়েছিল। দর্শকরা অমিতাভের ‘বদলে যাওয়া’ কণ্ঠস্বর মেনে নিতে পারেননি বলে জানিয়েছেন তিনি।
“সিনেমা মুক্তির পর প্রযোজক আমাকে জানালেন প্রেক্ষাগৃহে হই হট্টগোল হচ্ছে। দর্শকরা চিৎকার চেঁচামেচি করে আসন ভাঙচুর করছে। তারা প্রেক্ষাগৃহের সাউন্ড ডিপার্টমেন্টকে বলেন যে ‘এটা অমিতাভের কণ্ঠ হতে পারে না, আপনারা সাউন্ড সিস্টেম ঠিক করেন।"
এরপর পরিচালক-প্রয়োজকরা সিদ্ধান্ত নেন অমিতাভকে নতুন করে ‘ডাব’ করতে হবে।
“আমি স্বাভাবিক কণ্ঠে আবার ডাব করি। পরে সিনেমাটি আবার হলে আনা হয়।”
কৌন বনেগা ক্রোড়পতির ওই অনুষ্ঠানে অমিতাভ 'অগ্নিপথ' থেকে তার বিখ্যাত স্বগতোক্তিমূলক সংলাপও শোনান সবাইকে।