হাল ছাড়তে রাজি নয় কিরণ এবং সিনেমার প্রযোজক আমির খান।
Published : 19 Dec 2024, 03:22 PM
চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত মনোনয়ন থেকে বাদ পড়েছে ওটিটিতে ‘ফাটিয়ে দেওয়া’ ভারতীয় হিন্দি সিনেমা ‘লাপাতা লেডিস’।
এনডিটিভি লিখেছে, ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের ১০টি বিভাগের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ হয়েছে। চূড়ান্ত মনোনয়নের আগে প্রকাশিত সংক্ষিপ্ত তালিকাতে নির্মাতা কিরণ রাওয়ের এই সিনেমাটির নাম নেই।
অস্কার দৌড় থেকে ছিটকে পড়লেও হাল ছাড়তে রাজি নয় কিরণ এবং সিনেমার প্রযোজক আমির খান।
অস্কারই শেষ কথা নয় বলে মনে করেন প্রযোজক-পরিচালক।
বিবৃতিতে কিরণ লিখেছেন, “আমরা অবশ্যই হতাশ, তবে এই গোটা সফরে আমরা যে ভালোবাসা আর বিশ্বাস পেয়েছি তার জন্য কৃতজ্ঞও বটে।“
এতদূর পৌঁছানোর জন্য অ্যাকাডেমির (অস্কার কমিটি) সদস্য ও ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার জুরিদের ধন্যবাদ জানিয়েছেন কিরণ। একইসঙ্গে সিনেমা টিমের পক্ষ থেকে দর্শকদের জানিয়েছেন ধন্যবাদ।
'লাপাতা লেডিস' নিয়ে আমির-কিরণ সুপ্রিম কোর্টে
কিরণ বলেন, “আমাদের কাছে এটাই শেষ কথা নয়, বরং একধাপ এগিয়ে যাওয়া। এমনভাবেই আমরা আরও বলিষ্ঠ গল্প নিয়ে আসব আর সারাবিশ্বের দর্শকদের তা জানাব।“
গত মার্চে মুক্তি পেয়েছে ‘লাপাতা লেডিস’।এই সিনেমাটি পরিচালনার মাধ্যমে প্রায় এক যুগ পর নির্মাণে ফিরেছেন আমিরের সাবেক স্ত্রী।
গ্রামের নববধূ অদলবদলের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে চিত্রনাট্য।সিনেমার পরতে পরতে আছে সামাজিক বার্তা, নারীশিক্ষা, পুরুষের একাধিপত্য, নারীর অসহায়ত্ব, যন্ত্রণা ও অসম্মানের কথা। সেই সঙ্গে পুরনো অভিনয় শিল্পীদের সঙ্গে আনকোরা একঝাঁক তরুণ-তরুণীর সাদাসিধে অভিনয়ও পছন্দ করেছে দর্শক।
‘লাপাতা লেডিস’ সিনেমায় অভিনয় করেছেন রবি কিষাণ, ছায়া কদম, নীতাংশি গোয়েল, প্রতিভা রাংতা, স্পর্শ শ্রীবাস্তবসহ আরো অনেকে।