বাছাই প্রক্রিয়ায় বলিউডের হিট সিনেমা ‘অ্যানিমাল’, মালায়ালাম সিনেমা ‘আট্টাম’ এবং কান বিজয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’সহ ২৯টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে ‘লাপাতা লেডিস’।
Published : 24 Sep 2024, 04:37 PM
মুক্তির পর প্রেক্ষাগৃহে দর্শক টানতে না পারলেও, ওটিটিতে ‘ফাটিয়ে দেওয়া’ সিনেমা ‘লাপাতা লেডিস’ যাচ্ছে চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে।
গত কয়েকদিন ধরে এই খবর নিয়ে জল্পনা ছিল। এখন এনডিটিভি লিখেছে, অস্কারের জন্য ভারত থেকে মনোনীত হয়েছে পরিচালক কিরণ রাওয়ের সিনেমা 'লাপাতা লেডিজ'। যে সিনেমা তৈরিতে অর্থলগ্নি করেছেন অভিনেতা আমির খান।
‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’ একটি বিবৃতি প্রকাশ করে এই খবর জানিয়েছে।
আসামের পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের কমিটি সর্বসম্মতিক্রমে অস্কারের ৯৭তম আসরে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ‘লাপাতা লেডিস’কে বেছে নিয়েছেন।
সেই বাছাই প্রক্রিয়ায় বলিউডের হিট সিনেমা ‘অ্যানিমাল’, মালায়ালাম সিনেমা ‘আট্টাম’ এবং কান বিজয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’সহ ২৯টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে ‘লাপাতা লেডিস’।
‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র বিবৃতিতে লেখা হয়েছে, “২০২৫ সালে অস্কারে বিদেশি ভাষার সিনেমা বিভাগে ভারত থেকে প্রতিযোগিতা করবে ‘লাপতা লেডিজ়’।”
কিরণ বলেন, “আমি গর্বিত। এই সম্মান আমাদের পুরো দলের যা আমরা নিরলস পরিশ্রম করে অর্জন করেছি। আশা করি, ভারতের মতই সারা বিশ্বের দর্শকের মনে লাপাতা লেডিস জায়গা করে নেএ।
গত মার্চে মুক্তি পেয়েছে ‘লাপতা লেডিস’।এই সিনেমাটি পরিচালনার মাধ্যমে প্রায় এক যুগ পর নির্মাণে ফিরেছেন আমিরের সাবেক স্ত্রী।
গ্রামের নববধূ অদলবদলের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে চিত্রনাট্য।সিনেমার পরতে পরতে আছে সামাজিক বার্তা, নারীশিক্ষা, পুরুষের একাধিপত্য, নারীর অসহায়ত্ব, যন্ত্রণা ও অসম্মানের কথা। সেই সঙ্গে পুরনো অভিনয় শিল্পীদের সঙ্গে আনকোরা একঝাঁক তরুণ-তরুণীর সাদাসিধে অভিনয়ও পছন্দ করেছে দর্শক।
‘লাপাতা লেডিস’ সিনেমায় অভিনয় করেছেন রবি কিষাণ, ছায়া কদম, নীতাংশি গোয়েল, প্রতিভা রাংতা, স্পর্শ শ্রীবাস্তবসহ আরো অনেকে।
'লাপাতা লেডিস' নিয়ে আমির-কিরণ সুপ্রিম কোর্টে