সিনেমায় নাম লিখিয়ে রাজীব ভাটিয়া থেকে নিজের নাম বদলে অক্ষয় কুমার করেছিলেন এই নায়ক নিজেই।
Published : 17 Jul 2024, 10:39 AM
সিনেমা করতে গিয়ে পাত্র-পাত্রীদের নাম বদলে ফেলার নজির আজকের নয়। সাধারণত পরিচালকরা নবাগতদের নামকরণের এই প্রয়োজন অনুভব করেন তাদের ক্যারিয়ারের স্বার্থে। তবে এ কাজে এক কাঠি সরেস ছিলেন হিন্দি সিনেমার অভিনেতা অক্ষয় কুমার।
সিনেমায় নাম লিখিয়ে রাজীব ভাটিয়া থেকে নিজের নাম বদলে অক্ষয় কুমার করেছিলেন এই নায়ক নিজেই।
হিন্দুস্তান টাইমস লিখেছে, ১৯৮৭ সালে মহেশ ভাটের 'আজ' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন অক্ষয়। ওই সিনেমায় নায়ক ছিলেন সাবেক অভিনেতা কুমার গৌরব। এবং ‘আজ’ সিনেমায় গৌরবের নাম ছিল ‘অক্ষয়’।
“আমার নাম তো রাজীব। শুটিংয়ের সময় আমি যখন শুনলাম যে নায়কের নাম অক্ষয়, আমি ওদের বলেছিলাম, আমি আমার নাম অক্ষয় রাখতে চাই। এমন নয় যে, কেউ আমাকে আমার নাম পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলেন! বাবাও আমাকে জিজ্ঞেস করলেন, কেন নাম বদলাচ্ছি? কিন্তু আমি তাকেও বলেছিলাম যে আমার প্রথম সিনেমায় নায়কের নামে আমার নাম রাখব।”
সম্প্রতি মুক্তি পাওয়া 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' ও 'সরফিরা' সিনেমায় দেখা গেছে অক্ষয়কে। 'খেল খেল মে', 'স্কাই ফোর্স', 'সিংঘম এগেইন', 'জলি এলএলবি থ্রি', 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল', 'হেরা ফেরি থ্রি', 'শঙ্কর'র মত বহু সিনেমা রয়েছে তার ঝুলিতে।
কিছুদিন আগে শোনা গিয়েছিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অক্ষয়। তাই ১২ জুলাই উপস্থিত হতে পারেননি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের মূল অনুষ্ঠানে।
কিন্তু ১৫ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ওই বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্ত্রী টুইংকেল খান্নাকে নিয়ে হাজির হন এই অভিনেতা। ওই অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় নানা ধরনের সমালোচনাও হয়েছে। ইনস্টাগ্রামে অক্ষয়দের ছবি দেখে এজন লিখেছেন, ‘এত দ্রুত সেরে গেলেন!’
আরেকজনের মন্তব্য, ‘উনি কোভিড থেকে উঠেই এদিক সেদিন ঘুরে বেড়াচ্ছেন কেন? তিনি কি সবাইকে সংক্রমিত করতে চান?”
গত শুক্রবার মুক্তি পাওয়া ‘সরফিরা’ সিনেমার প্রচার কাজের সময় অক্ষয়ের অসুস্থ হওয়ার খবর আসে। সেই সময় পরীক্ষা করালে জানা যায় অক্ষয়ের করোনা পজিটিভ হয়েছে।
পুরনো খবর
নাগরিকত্ব ফিরে পেয়ে অক্ষয়ের প্রথম ভোট
কানাডার পাসপোর্ট ফিরিয়ে দেবেন অক্ষয়
অক্ষয়কে আর ডাকা যাবে না 'কানাডা কুমার'