আর্মি স্টেডিয়ামে কনসার্টকে ‘অ-লাভজনক’ বিবেচনায় নিয়ে ভ্যাট ও শুল্ক মওকুফ করেছে এনবিআর।
Published : 19 Dec 2024, 08:23 PM
গণআন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তায় ঢাকার আর্মি স্টেডিয়ামে শনিবারের কনসার্টের টিকেটে আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক মওকুফ করেছে সরকার।
ওই কনসার্টকে ‘অ-লাভজনক’ বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে টিকেটের ভ্যাট ও শুল্ক অব্যাহতি দেওয়ার কথা বলেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
এনবিআর বলছে, যেহেতু কনসার্টটি রাহাত ফাতেহ আলী খান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সংস্থা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আয়োজনে সহযোগিতা করছে, টিকেট বিক্রি অর্থ জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের কল্যাণে ব্যবহৃত হবে এবং একটি ‘অ-লাভজনক’ আয়োজন, তাই আয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক শর্তাদি পরিপালন সাপেক্ষে অব্যাহতি দেওয়া হল।
তবে কর-ভ্যাট মুক্তভাবে প্রদর্শনের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অভিযোগ, আপত্তি উঠলে সেক্ষেত্রে তা পরিশোধযোগ্য হবে, বলা হয়েছে প্রজ্ঞাপনে।
‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের আয়োজনে শনিবার ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গাইবেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফাতেহ আলী খান। দেশিয় ব্যান্ডদল আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র্যাপার সেজান, র্যাপার হান্নান ও সিলসিলার পরিবেশনাও থাকবে সেখানে।
কনসার্টে আসন, টিকেট মূল্য ও বিক্রির পরিমাণ জানতে চাইলে আয়োজকদের প্রধান মহিউদ্দিন মুজাহিদ মাহি বলেন, ১০ হাজার থেকে ১৫ হাজার টিকিট বিক্রির প্রত্যাশা থাকলেও আশানুরূপ সাড়া মিলছে না। এখন পর্যন্ত ৫ হাজারেরও কম টিকিট বিক্রির তথ্য দিয়েছেন তিনি।
আর্মি স্টেডিয়ামে কনসার্ট: এক্সপ্রেসওয়েতে টোল ছাড়
মাহি বলেন, ভিআইপি টিকিটের মূল্য ১০ হাজার, সামনের সারির টিকিট ৪ হাজার ৫০০ টাকা এবং সাধারণ হচ্ছে ২ হাজার ৫০০ টাকা।
“তবে শিক্ষার্থীদের জন্য ছাড় রয়েছে। বিজয় দিবস ঘিরে ভিআইপিতে ১৬ শতাংশ, চব্বিশের বিপ্লবকে মাথায় রেখে সামনের সারির টিকেটে ২৪ শতাংশ এবং ‘৩৬ জুলাইয়ের (৫ অগাস্ট) জন্য’ সাধারণ টিকেটে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ ছাড় রয়েছে।”
কনসার্টের দিন ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী টোল মওকুফও করা হয়েছে। সেইসঙ্গে জনদুর্ভোগ বিবেচনায় জাহাঙ্গীর গেইট এবং জিয়া কলোনির গেইট দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত খুলে রাখারও সিদ্ধান্ত হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন মাহি।