বাংলাদেশের বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত কলকাতায় পেয়েছেন ‘রাজ রাজ্জাক লাইফটাইম অ্যাওয়ার্ড’।
Published : 13 Jun 2024, 10:00 PM
অভিনয়ে অবদানের জন্য পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত পেয়েছেন ‘রাজ রাজ্জাক লাইফটাইম অ্যাওয়ার্ড’।
গত সপ্তাহে কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে আবুল হায়াতের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
কলকাতার স্প্রিং ক্লাবের ওই অনুষ্ঠানে পুরস্কার হিসেবে আবুল হায়াতের হাতে তুলে দেওয়া হয় উত্তরীয়, স্মারক, ফুলের তোড়া, সনদ এবং অর্থ।
সম্মাননা নিয়ে মঙ্গলবার ঢাকায় ফিরেছেন আবুল হায়াত। তিনি গ্লিটজকে বলেন, "খুবই ভালো লাগছে। সেখানকার সংস্কৃতির সঙ্গে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি সব মিলে যায়। সেখানকার মানুষ আমার অভিনয় দেখে, আমার কাজের স্বীকৃতি দিচ্ছে। এটা আমার কাছে স্বাভাবিকভাবেই আনন্দের বিষয়। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।"
‘রাজ রাজ্জাক লাইফটাইম অ্যাওয়ার্ড’কে অভিনয় জীবনের একটি ‘বড় পাওয়া’ হিসেবে বর্ণনা করেছেন আবুল হায়াত।
“সেখানে যেসব ব্যক্তিরা ছিলেন, যাদের সঙ্গে আমাকে সম্মাননা দেওয়া হয়েছে, সেখানকার চলচ্চিত্রের সেসব ব্যক্তিরাও খুব শ্রদ্ধার। তাদের সঙ্গে একই কাতারে আজীবন সম্মাননা পাওয়া এটা আমার কাছে অনেক বড় পাওয়া।"
ওই অনুষ্ঠানে কলকাতার নাট্য নির্দেশক, অভিনেতা মনোজ মিত্র, পরিচালক প্রভাত রায় ও চলচ্চিত্র প্রযোজক পূর্ণিমা দত্তকে সংর্বধনা দেওয়া হয়।
মনোজ মিত্রের হাতে ‘হীরালাল সেন লাইফটাইম অ্যাওয়ার্ড’ এবং প্রভাত রায়ের হাতে ‘দেবকী বোস লাইফটাইম অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়। এছাড়া চলচ্চিত্র প্রযোজক পূর্ণিমা দত্ত পেয়েছেন বিএন সরকার লাইফটাইম অ্যাওয়ার্ড।
৮০ বছর বয়সী আবুল হায়াত অভিনয়ের সঙ্গে আছেন ৬০ বছরের বেশি সময় ধরে। মঞ্চ এবং টেলিভিশনের পর্দা থেকে শুরু করে সিনেমাতেও তার পদচারণা দীর্ঘদিনের। তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় কলকাতার প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের হাত ধরে।
তবে কেবল অভিনেতাই নন, তিনি পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন।
তার মেয়ে অভিনেত্রী বিপাশা হায়াত জানিয়েছেন, আত্মজীবনী লেখার কাজেও হাত দিয়েছেন তার বাবা।