বাংলাদেশের সিনেমাও এক দিন ১০০ কোটি টাকা বাজেটে নির্মিত হবে, সেদিন দূরে নয়, বলেন তিনি।
Published : 11 Dec 2023, 08:36 PM
নতুন একটি সিনেমার নাম ঘোষণা করা হয়েছে এক দিন আগেই; এবার যৌথ প্রযোজনার আরেকটি সিনেমার নাম জানাল বাংলাদেশ ও ভারতের তিন প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।
দ্বিতীয় এ সিনেমা নাম ‘তুফান’, যেখানে মূল চরিত্রে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এটি পরিচালনা করবেন রায়হান রাফী।
সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে শনিবার দুই বাংলার যৌথ প্রযোজনায় দুটি সিনেমা নির্মাণের কথা জানায় বাংলাদেশের প্রযোজনা কোম্পানি আলফা আই ও চরকি এবং ভারতের এসভিএফ ফিল্মস।
সেদিন ঘোষণা আসে ‘দম’ সিনেমার। রেদওয়ান রনি পরিচালিত ওই সিনেমার মূল চরিত্রে থাকবেন চঞ্চল চৌধুরী।
‘তুফান’ সিনেমার ঘোষণার দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢালিউড কিং খ্যাত শাকিব খানকে। তিনি বলেন, “বাংলাদেশের সিনেমা একদিন ১০০ কোটি টাকা বাজেটেও নির্মিত হবে, সেদিন আর খুব বেশি দূরে নয়।
“বিশ্বজুড়ে বাঙালিরা ছড়িয়ে আছে, সব দর্শকের কাছে যেতে হলে আমাদের বাংলা সিনেমার একটা বড় কোলাবরেশন দরকার। তিনটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এবং সেই সিনেমায় আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাই।”
দুই বাংলার যৌথ প্রযোজনায় আসছে ‘দম’, থাকছেন চঞ্চল চৌধুরী
পরিচালক রায়হান রাফী বলেন, “আমি খুবই এক্সসাইটেড। কারণ একসাথে আলফা আই, এসভিএফ ও চরকি- তিনটা বড় প্রতিষ্ঠান এক সুতোয় গেঁথে দুইটা সিনেমা বানাচ্ছে।”
শাকিব খানের সঙ্গে প্রথম কোনো সিনেমা নির্মাণ করতে চলেছেন রায়হান রাফী।
এ বিষয়ে তিনি বলেন, “আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান, তার সাথে এটা আমার প্রথম সিনেমা। সবচেয়ে বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান, একজন সবচেয়ে বড় সুপারস্টার যখন একসাথে হয়, তখন আসলে এই সিনেমা নিয়ে আশা করাই যায়।
“তুফান বাংলা সিনেমার জন্য একটা মাইলফলক হতে যাচ্ছে।”
আলফা-আই স্টুডিওজের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “বর্তমানে বাংলাদেশে শাসন করছে এমন দুটি সেরা প্রতিভাকে একত্র করছি আমরা। একমাত্র সুপারস্টার শাকিব খান এবং বর্তমান সময়ের হিট পরিচালক রায়হান রাফি এক হয়েছে দর্শককে আরেকটি ব্লকবাস্টার সিনেমা দেওয়ার জন্য।”