অনন্যা বলেন, “বাবা অনেক সময় মন্তব্যও করেন। আমি বাবাকে এসব করতে মানা করেছি।
Published : 02 Dec 2024, 12:09 PM
হিন্দি সিনেমা-সিরিজের অভিনেত্রী অনন্যা পাণ্ডে অভিযোগ তুলেছেন তার বাবা অভিনেতা চাঙ্কি পাণ্ডের বিরুদ্ধে। এমনকি বাবাকে ইনস্টাগ্রাম থেকে ‘আনফলো’ করে দেওয়ারও হুমকি দিয়েছেন কন্যা।
সংবাদ প্রতিদিন লিখেছে, অনন্যার ভাষ্য অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে তাকে নিয়ে সোশাল মিডিয়ায় অনেক সময় সমালোচনা করে পোস্ট বা ভিডিও দেওয়া হয়। আর সেসব পোস্টে তার বাবা চাঙ্কি নাকি ‘লাইক’ দিয়ে বসেন।
অনন্যা বলেন, “বাবা অনেক সময় মন্তব্যও করেন। আমি বাবাকে এসব করতে মানা করেছি। যদি বাবা না থামেন তো তাকে আমার ইনস্টাগ্রাম থেকে বাদ দিতে হবে।“
মুম্বাইয়ে এক অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অনন্যা ও চাঙ্কি।
মেয়ের অভিযোগের জবাবে বলিউডের এই অভিনেতা বলেন, ”আসলে আমি পোস্টের লেখা পড়ে দেখি না। যেখানেই আমার মেয়ের ছবি দেখি, ভালো লাগে, তাই লাইক দেই।”
ওই অনুষ্ঠানে ট্রল নিয়ে ‘বাজে অভিজ্ঞতার’ কথাও শুনিয়েছেন অনন্যা।
অভিনেত্রী বলেছেন, ক্যারিয়ারের শুরুতে তার নামে ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা হয়। আর এই কাজটি করেছিলেন তার স্কুল জীবনের এক বন্ধু।
“ওই অ্যাকাউন্টে আমার পড়াশোনা নিয়ে মিথ্যা কথা বলা হয়েছে। প্রথমে আমার মনে হয়েছিল যে, কেউ এসব বিশ্বাস করবে না। কিন্তু মানুষ মিথ্যা বেশি বিশ্বাস করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছোট কোনো ঘটনাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে ফেলা যায়। আর সত্যি যা ভয়ের বিষয়।”
বলিউডে গত বছরে জল্পনা চলছিল যে আদিত্য রায় কাপুর ও অনন্যা নাকি ‘প্রেমে মজেছেন’। কিন্তু চলতি বছরের শুরুতে খবর আসে সেই সম্পর্ক আর নেই।
ওই প্রেম এবং বিচ্ছেদের প্রতি ইঙ্গিত করে অনন্যা বলেছেন, তিনি এখন মনে করেন যে কোনো সম্পর্কে ‘বন্ধুত্বই আসল’।
“সেটা থাকলেই সম্পর্ক এমনিতেই এগিয়ে যায়। আলাদা পরিশ্রম লাগে না।”
একের পর এক ফ্লপ সিনেমায় কাজ করলেও ‘গেহরেইয়া’, ‘খো গায়ে হাম কাহা’র পর নেটফ্লিক্সে গত ৪ অক্টোবর মুক্তি পাওয়া বিক্রমাদিত্য মোতওয়ানের সিনেমা ‘কন্ট্রোল’ দিয়ে আলোচিত হয়েছেন অনন্যা।
অনন্যার সিদ্ধান্ত আপাতত তিনি ‘মাথা নিচু করে’ কাজ করে যেতে চান, যাতে দর্শকমহল তাকে অভিনেত্রী হিসেবে গ্রহণ করে।