কনসার্টে মাইলস ছাড়াও গান শোনাবে ব্যান্ড ফিডব্যাক, দলছুট, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও র্যাপার অজি।
Published : 12 Feb 2025, 10:31 PM
ব্যান্ডতারকা শাফিন আহমেদের জন্মদিনে তাকে স্মরণ করে আয়োজন করা হয়েছে একটি কনসার্টের; যেখানে শাফিনের হাতে গড়া ‘মাইলসের’ শিল্পীরা তারই সুর করা গানগুলো গাইবে।
মৃত্যুর পর ব্যান্ড তারকা শাফিনের প্রথম জ্ন্মদিন শুক্রবার; তার জন্মদিন স্মরণ করেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তার বড় ভাই ও মাইলসের ভোকালিস্ট হামিন আহমেদ।
তিনি বলেছেন ওই আয়োজনে কেবল গান নয়, ভিডিও, তথ্যচিত্র ও ছবি দেখানো হবে। সেসবে উঠে আসবে শাফিনের ব্যক্তিগত ও সংগীত জীবনের নানা সময়।
কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে হবে এই কনসার্ট। ওই কনসার্টে মাইলসের সঙ্গে দেশের আরও পাঁচটি ব্যান্ডের পারফর্ম করার কথা রয়েছে।
হামিন গ্লিটজকে বলেন, " শুক্রবার ভালোবাসা দিবস এবং একই সঙ্গে শাফিনের জন্মদিন। আমরা বৃহস্পতিবার রাতে ৯টার দিকে এই কনসার্ট শুরু করব এবং সেটা শেষ হতে রাত ১২টার বেশি বাজবে। অর্থাৎ ১৪ তারিখ প্রথম প্রহরে শাফিনের স্মৃতিতে কেক কেটে তার জন্মদিন পালন করব।"
হামিনের ভাষ্য এটা কেবল শুধু একটি কনসার্ট নয়, এখানে শাফিনের জীবন ও ব্যান্ড সংগীতে তার অবদান তুলে ধরতে পুরো আয়োজন করা হয়েছে।
দর্শকদের নিয়ে এই সংগীতশিল্পী বলেন, "আলোকিতে সেদিন যে দর্শকই আসবে গান শুনতে সবাই শাফিনের পুরো জীবন নিয়ে একটি ধারণা পাবে। এই আয়োজনের সাথে তার সুর করা ও গাওয়া গানগুলো গাওয়া হবে। শাফিনের জন্মদিন পালন দিয়েই শেষ হবে কনসার্ট।"
বাংলাদেশের সংগীত অঙ্গনের দুই মহারথী সংগীত শিল্পী ফিরোজা বেগম এবং সুরকার কমল দাশগুপ্তের ছেলে হামিন ও শাফিন। এক বছরের পিঠাপিঠি এই দুই ভাইয়ের সংগীতে একসঙ্গে পথচলা ছিল দীর্ঘদিনের।
বড় ভাই হামিনের সঙ্গে ইংল্যান্ডে পড়তে গিয়ে পশ্চিমের সংগীতের সঙ্গে সখ্য হয় শাফিনের। শুরু হয় তার ব্যান্ড সংগীতের যাত্রা।
শাফিন আহমেদকে নিয়ে এমন আয়োজন আরও বাড়ানো উচিত কী না এই প্রশ্নে হামিন বলেন, "আমাদের দেশে চিরাচরিত নিয়ম অনুযায়ী কোনো বিশেষ দিন ছাড়া তো কাউকে স্মরণ করে তেমন কোনো আয়োজন করা হয় না। জন্মদিন, মৃত্যুদিন ঘিরেই সব আয়োজন হয়।“
শাফিন ও মাইলসের সম্পর্ক নিয়ে হামিন বলেছেন, দীর্ঘ ৩৪ বছর ধরে দল নিয়ে পথ চলেছেন শাফিন, তাই গায়কের প্রস্থান হলেও যেখানেই মাইলসের শো থাকুক না কেন, শাফিনের গানগুলো গাওয়া হয়।
“সেখানে (কনসার্ট) স্ক্রিনে শাফিনের ছবি থাকে, তার উপস্থিতি থাকে। তার সুর ও গাওয়া গানগুলোর অনুরোধ থাকে, গানগুলো আমরা করি। এটা সারাজীবনই চলবে, যতদিন ব্যান্ড মিউজিক আছে ততদিনই শাফিন আমাদের সঙ্গে থাকবেন।"
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা। প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং এক্সকিউটিভ আল শাহরিয়ার সম্রাট গ্লিটজকে বলেছেন, "বাংলাদেশের সংগীতের একজন সত্যিকারের আইকন শাফিন আহমেদ। তার জীবন ও সমৃদ্ধ কর্মজীবন স্মরণ করার জন্য আমাদের এই আয়োজন। দর্শক ও শ্রোতাদের এক অবিস্মরণীয় সন্ধ্যা আমরা উপহার দিতে চাই।"
তিনি জানিয়েছেন, শাফিন আহমেদকে উৎসর্গ করা এই কনসার্টে আরও গাইছে ব্যান্ড ফিডব্যাক, দলছুট, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও র্যাপার অজি।
কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে গেট সেট রক ওয়েবসাইটে। প্রথম সারির টিকেটের মূল্য ৩ হাজার টাকা ও সাধারণ টিকেটের দাম ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।
কনসার্টের গেইট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়, শেষ হবে রাত ১২টার পর।
গত বছরের ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান শাফিন আহমেদ। ২০ জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হলেও শাফিনকে আর ফেরানো যায়নি।
ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে হামিন ও শাফিন গড়ে তোলেন ব্যান্ড দল ‘মাইলস’। প্রথম কয়েক বছর তারা বিভিন্ন পাঁচতারা হোটেলে ইংরেজি গান গাইতেন।
এরমধ্যেই প্রকাশিত হয় দুইটি ইংরেজি গানের অ্যালবাম ‘মাইলস’ ও ‘এ স্টেপ ফারদার’। পরে মাইলসের বাংলা গানের প্রথম অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ বের হয় ১৯৯১ সালে।
ওই অ্যালবামের জনপ্রিয়তার পর বিটিভিতে বিভিন্ন গানের অনুষ্ঠানে দেখা যেতে থাকে মাইলসকে। ধীরে ধীরে মাইলস দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদলে পরিণত হয়।
মাইলসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘চাঁদ তারা সূর্য’, ‘প্রথম প্রেমের মতো’, ‘গুঞ্জন শুনি’, ‘সে কোন দরদিয়া’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘কি যাদু’, ‘কতকাল খুঁজব তোমায়’, ‘হৃদয়হীনা’, ‘স্বপ্নভঙ্গ’, ‘জ্বালা জ্বালা’, ‘শেষ ঠিকানা’, ‘পিয়াসী মন’, ‘বলব না তোমাকে’, ‘জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন’ ও ‘প্রিয়তমা মেঘ’।
কয়েক বছর আগে মাইলস থেকে আলাদা হয়ে শাফিন আহমেদ গড়ে তোলেন ‘ভয়েস অব মাইলস’ নামের তার নিজস্ব একটি ব্যান্ড।