হামিনের ওয়ালে পুরনো ছবি, শাফিনকে স্মরণে আপ্লুত বড়ভাই
‘মাইলস’ ব্যান্ডের গায়ক হামিন আহমেদের দুই বছরের ছোট ছিলেন প্রয়াত গায়ক শাফিন আহমেদ। পিঠাপিঠি ভাই, এক সঙ্গে বড় হওয়া, গিটার ধরে গান করাও কাছাকাছি সময়ে। ভাইয়ের সম্পর্ক ছাপিয়ে তারা বেশি ছিলেন বন্ধু। ভাইকে হারানোর দিন সাতেক পর তাদের ছোট-বড় ও তরুণ বয়সের পুরনো কিছু ছবি ফেইসবুকে পোস্ট করেছেন হামিন। ছবির সঙ্গে শাফিনকে নিয়ে লিখেছেন হৃদয় নাড়িয়ে দেওয়া কিছু কথা।