শুক্রবার কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেবরাজ সিনহা পরিচালিত কলকাতায় পরীমনির প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’।
Published : 17 Jan 2025, 07:35 PM
‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে কলকাতার চলচ্চিত্র জগতে যাত্রা শুরু হল ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনির।
শুক্রবার কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ ; থ্রিলার ঘরানার গোয়েন্দা গল্পের এই সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।
তবে সিনেমা মুক্তির খবর দিয়ে আগের দিন পরীমনি মন খারাপের কথা লিখেছেন ফেইসবুকে।
পরীমনি লিখেছেন, "আমার কাছে এই প্রথমটা একটু অন্য রকম। এটা আমার কলকাতার প্রথম সিনেমা। সিনেমা রিলিজ নিশ্চয়ই আনন্দের মুহূর্ত কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হল না! খুব মিস করছি আমার 'ফেলুবক্সী' টিমের সবাইকে।"
সিনেমার শিল্পী ও কলাকুশলীদের উদ্দেশ্য করে পরীমনি লিখেছেন, "কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।"
কলকাতার দর্শকদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে অভিনেত্রী লিখেছেন, "কলকাতায় আমি যেতে পারিনি কিন্তু 'ফেলুবক্সী'র লাবণ্যকে সবাই দেখতে পাবেন আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা, ভালোবাসা নিও।"
গত বছরের শুরুতে কলকাতায় শুটিং হয়েছিল এই সিনেমার। ভিসা জটিলতার কারণে সিনেমা মুক্তির সময় ভারতে উপস্থিত থাকতে পারলেন না পরীমণি।
ফেলুবক্সীতে পরীমনির সহশিল্পী হয়েছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার এবং শতাফ ফিগার।
নাম ভূমিকায় দেখা গেছে সোহমকে, তার চরিত্রের নাম ফেলুবক্সী। যিনি খেতে এবং রহস্যের সমাধান করতে ভালোবাসেন।
সিনেমার ট্রেইলারে দেখা গেছে জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটার সময় হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যান পর্দায় পরীমণির স্বামীর চরিত্র করা এক অভিনেতা। তখনই তার মৃত্যু হয়। কিন্তু সেই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরতে চান না পরিবারের সদস্যরা। সেই থেকেই শুরু হয় তদন্ত। আর তদন্তভার যায় 'ফেলুবক্সী'র কাছে।
গোয়েন্দা 'ফেলুবক্সী'র সহকারী হয়েছে মধুমিতা, যিনি পেশায় একজন রেডিও জকি। এই মৃত্যুর ঘটনায় সন্দেহের তীর এগিয়ে যায় পরীমনির দিকে।