মেহেদী হাসান হৃদয়কে বললাম “তোমার সময় ১৫ মিনিট, শুধু গল্পের লাইনআপটুকু বললেই হবে।”
Published : 19 Dec 2024, 08:31 PM
রক্তমাখা পিস্তল হতে গাড়ির ওপরে বসে ঠোঁটে আঙুল চেপে কাকে যেন চুপ করে থাকার ইশারা করছেন সিনেমার সুপারস্টার শাকিব খান।
আগামী সিনেমা ‘বরবাদ’র মোশন পোস্টারে এভাবেই ধরা দিয়েছেন নায়ক।
সিনেমার ২০ সেকেন্ডের মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে বুধবার রাজধানীর এক হোটেলে।
ওই ভিডিওতে শাকিবের পেছনে জ্বলতে দেখা গেছে অট্টালিকার সারি। প্রথম দফা শুটিং শুরু হয় অক্টোবর মাসে মুম্বাইয়ে। এখানে শাকিবের নায়িকা হয়েছেন তার ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল।
আরও অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগরসহ আরও অনেকে।
অ্যাকশন ধাঁচের সিনেমা ‘বরবাদ’ পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়।
কীভাবে এই সিনেমার সঙ্গে যুক্ত হলেন সেই গল্প শাকিব শুনিয়েছেন মোশন পোস্টার প্রকাশ অনুষ্ঠানে।
শাকিব বলেন, "অনেক দিন ধরেই নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছেন, আমাকে একটু গল্প শোনাতে চায়। আমি একদিন হৃদয়কে বললাম ঠিক আছে আসো। সেদিন কোথায় যেন আমার যাওয়ার কথা।
“তাকে বললাম তোমার সময় ১৫ মিনিট। শুধু গল্পের লাইনআপ টুকু বললেই হবে ভাই।”
এরপর কী হল সেই কৌতুহলও মিটিয়েছেন শাকিব।
"সে লাইনআপ আমাকে শোনাল। এরপর আমার যেখানে যাওয়ার কথা ছিল, সেখানে ফোন করে বলেছি আমি আসছি একটু পর। হৃদয়কে বললাম তারপর কী হল বলো। গল্প শোনার পর তাকে বললাম, তোমার কি প্রডিউসার আছে, নাকি আমি ইনভেস্ট করব?
“উত্তরে হৃদয় বললেন, ভাইয়া আপনার ক্যারিয়ারে এখন পর্যন্ত যত বড় বাজেটের কাজ করেছেন, তার চেয়ে যদি বড় বাজেটে কাজ করতে না পারি সিনেমাই করব না।”
চিত্রনাট্য নিয়ে শাকিবের ভাষ্য, “চমৎকার গল্পের সিনেমা।”
আহত হয়েও 'বরবাদের' শুটিং চালিয়ে গেছেন শাকিব
তিনি আশা করছেন এটি সব সিনেমাকে ‘ছাপিয়ে যাবে’।
শাকিব বলেন, “একটা সময় বলেছিলাম, আমাদের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে। হলিউড, বলিউডের সঙ্গে। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের সিনেমা ১০০ বা ২০০ কোটির ক্লাবেও যাবে।"
অনুষ্ঠানে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, শবনম ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, ইরফান সাজ্জাদ, মিম মানতাসাসহ অনেকে উপস্থিত ছিলেন।
'বরবাদ' সিনেমার প্রথম অংশের শুটিং হয়েছে মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে। আপাতত শুটিং বিরতি চলছে।