‘তুমি যাকে ভালোবাসো’ নাটকটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
Published : 14 Mar 2025, 10:20 AM
ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘তুমি যাকে ভালোবাসো’।
নাটকটি বানিয়েছেন আবুল খায়ের চাঁদ।
কিঙ্কর আহসানের গল্পে চিত্রনাট্য তৈরি করেছেন আহনাফ তাহমিদ খান আর সংলাপ লিখেছেন অপূর্ণ রুবেল।
বিজ্ঞপ্তিতে পরিচালক জানিয়েছেন, এই নাটকে অভিনয়ও করেছেন কিঙ্কর আহসান। নাটকের প্রধান দুই চরিত্রে আছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।
‘তুমি যাকে ভালোবাসো’ নাটকের গল্প আহসান বলেন, "এটি মূলত ত্রিভুজ প্রেমের গল্প। যেখানে বিরহ আবেগ রোমাঞ্চ সবই থাকছে। রয়েছে গল্পের ভেতরে নানান বাঁক।"
অভিনয় নিয়ে এই লেখক ও অভিনেতা বলেন, "সিনেমাটোগ্রাফার রাজু রাজের সঙ্গে মিলে পরিচালক আবুল খায়ের চাঁদ এমন দারুণভাবে গল্পটি ভিজ্যুয়াল করেছেন, যা দেখে মনে হচ্ছে তারা রং তুলি দিয়ে আমার গল্পটার ছবি এঁকেছেন। জোভান আর কেয়া পায়েলের সহযোগিতার কারণে আমার অভিনয়টা সহজ হয়েছে। তাদের কাছে আমার অনেক ঋণ।"
নাটকটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।