জীবনের অর্ধশকত পেরিয়ে এসে নিজের মেয়েকে ‘চাঁছাছোলা’ ভাষায় পুরুষ সম্পর্কে ‘সতর্ক’ করে দিলেন বলিউডের নব্বই দশকের নায়িকা রাভিনা ট্যান্ডন।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, মেয়ে রাশাকে তিনি বলছেন, “পুরুষরা তাকালেই নিজেকে রাজকন্যা ভাবার কোনো কারণ নেই! ওরা সবার দিকেই ওভাবে তাকায়।”
পুরুষ সম্পর্কে রাভিনার এ মন্তব্যের ভাষাটি ‘তীর্যক’ হলেও ভঙ্গিটি ছিল মজার।
রাভিনার ভাষ্য, “ওরা মেয়েদের পিছনেই পড়ে থাকে। এক রকম অসুখ বলা যায়।”
মায়ের বক্তব্য শুনে লাজুক হাসিতে গড়িয়ে পড়ে রাভিনাকন্যা।
মা-মেয়ের ওই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
তাতে প্রতিক্রিয়া জানিয়ে একজন লিখেছেন, “ম্যাম, বিষয়টা মোটেও এমন নয়।” অন্য একজন ‘শতভাগ সহমত’ বলেছেন।
একজন তো অভিনেত্রীর প্রতি নিজের মুগ্ধতা জানিয়ে বলেই বসেছেন, “আমি তো জীবনভর আপনাকেই পছন্দ করে গেলাম।”
১৯৯১ সালে ক্যারিয়ার শুরু করা রাভিনা এক পর্যায়ে বিয়ে করে সিনেমা ছাড়লেও সম্প্রতি ফিরেছেন ওয়েব সিরিজ দিয়ে।তবে রাভিনার নাম শুনলেই মনে আসে নব্বইয়ের দশকের ‘টিপ টিপ বরষা পানি’ গানটি। ওই গানে বৃষ্টিতে হলুদ শাড়িতে তার নাচ দারুণ আলোচিত ছিল।
নায়ক অক্ষয় কুমারের সাথে তার সম্পর্কও ছিল বলিউড ইন্ড্রাস্ট্রিতে আলোচিত বিষয়। দুজনের প্রেম বাগদানে গড়ালেও শেষ পর্যন্ত বিয়েতে পরিণতি পায়নি।
বর্তমানে লেখক ও একসময়ের নায়িকা টুইঙ্কেল খান্নার সাথে চুটিয়ে সংসার করছেন অক্ষয়। এই দম্পতির রয়েছে দুই সন্তান।
অন্যদিকে অনিল ঠাণ্ডানির সঙ্গে ঘর বেঁধে রাভিনা শুধু চার সন্তানের জননীই নন, নানীও হয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শিগগিরি বলিউডে অভিষেক হতে চলেছে রাশার। অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগনের বিপরীতে এক সিনেমায় মুখ্য চরিত্রে আসছেন রাশা। সিনেমাটি পরিচালনা করবেন অভিষেক কাপুর।