Published : 17 Dec 2024, 09:49 PM
দীপ্ত টিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ফুল বাহার‘।
নাটকের প্রথম পর্ব প্রচার হয়েছে সোমবার।
বিজ্ঞপ্তিতে দীপ্ত টিভি জানিয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে দেখা যাবে নাটকটি। এরপর সাড়ে ৭টায় নাটকটি আসবে দীপ্তর ইউটিউব চ্যানেল ও ওটিটিতে।
মাতিয়া বানু শুকু ও রাজিবুল ইসলাম রাজিবের রচনায় নাটকটিতে বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদসহ এক ঝাঁক অভিনয় শিল্পী কাজ করেছেন।
যুবরাজ খানের পরিচালনায় এ ধারাবাহিকে আরো অভিনয় করেছেন সাজু খাদেম, আহসান হাবিব নাসিম, নাদের চৌধুরী, মুনমুন আহমেদ, সানজিদা প্রীতি, নাদের চৌধুরী, মামুনুর রশিদ, মুনমুন আহমেদ।
‘ফুল বাহার’ ধারাবাহিকের মূল চরিত্রের নাম ‘ফুল’। এই চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম। সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি। তার সাথে যুক্ত হয় এক ঐতিহাসিক আত্মা যার নাম বাহার। এই বাহার চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম।
পলাশীর প্রান্তরে সিরাজুদ্দৌলার পরাজিত সৈনিকদের একজন বাহার। যে একজন অতৃপ্ত আত্মা। সে বিশ্বাসঘাতক মীরজাফর আর তার দোসরদের খুঁজে খুঁজে শাস্তি দিতে চায়।
নিজের গ্রাম, পরিবার ও পরিবেশের উন্নয়নের আকাঙ্ক্ষা নিয়ে বাহারের ভূতকে কাঁধে নিয়ে ফুল চলে আসে শহরে। ফুল ও বাহারের জীবনের নানা ঘটনা নিয়েই যুবরাজ বানিয়েছেন নাটকটি।
এই নাটকটি দিয়ে দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে দেখা যাবে অভিনেত্রী সানজিদা প্রীতিকে।
আরও পড়ুন