সাড়া তোলা সিনেমা ‘সাজ’; সেখানে সংগীত পরিচালক ও গায়ক আর ডি বর্মণ হয়ে পর্দায় এসেছিলেন জাকির হোসেন।
Published : 17 Dec 2024, 07:32 PM
তাল-লয়-ছন্দকে শাসন করা তবলাবাদক ওস্তাদ জাকির হোসনের বিচরণ ছিল অভিনয় জগতেও। এই কিংবদন্তির সিনেমায় অভিনয় হলিউড দিয়ে শুরু হলেও কাজ করেছেন হিন্দি সিনেমাতেও। সেগুলোর মধ্যে সাড়া তোলা সিনেমা ‘সাজ’; সেখানে সংগীত পরিচালক ও গায়ক আর ডি বর্মণ হয়ে পর্দায় এসেছিলেন জাকির হোসেন।
টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘হিট অ্যান্ড ডাস্ট’ সিনেমার জন্য প্রথমে ক্যামেরার সামনে দাঁড়ান প্রয়াত জাকির হোসেন।এই ব্রিটিশ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৮৩ সালে।
ভারতে ব্রিটিশ শাসনের পটভূমিতে তৈরি এই সিনেমায় লাল নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন জাকির।
জেমস আইভরি পরিচালিত ঐতিহাসিক ড্রামা ঘরানার সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছিল।
'নবজাতক' জাকিরকে তবলার বোলে স্বাগত জানিয়েছিলেন আল্লা রাখা
জাকিরের পরের সিনেমা মুক্তি পায় ৫ বছর বাদে ১৯৮৮ সালে। ওই যাত্রা ছিল বলিউডের ময়দানে। জাফর হাইয়ের পরিচালনায় গোয়েন্দা গল্পের ‘দ্য পারফেক্ট মার্ডার’ সিনেমায় জাকির হোসেন ছাড়া আরও অভিনয় করেছিলেন নাসির উদ্দিন শাহ।
জাকির হোসেনকে আরো পাওয়া গেছে ১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘মিস বিউটিস চিলড্রেন’ সিনেমায়। ইংরেজি ভাষার এই সিনেমায় তিনি অতিথি চরিত্রে কাজ করেছিলেন।
অভিনয়ের স্বল্প ক্যারিয়ারে জাকির হোসেনের সাড়া তোলা সিনেমা হল ‘সাজ’। সেখানে জাকির হোসেন অভিনয় করেন আরেক কিংবদন্তি আর ডি বর্মণের চরিত্রে।
চিত্রনাট্য তৈরি হয়েছে প্রয়াত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর এবং তার বোন গায়িকা আশা ভোঁশলের ছায়া অবলম্বনে।
‘সাজ’ সিনেমায় জাকির হোসেনের সহশিল্পী ছিলেন শাবানা আজমি ও অরুণা ইরানি।
১৯৯৮ সালে মুক্তি পায় ‘সাজ’।
এই সিনেমার পর চলচ্চিত্র জগতে জাকির হোসেনের দীর্ঘ অনুপস্থিতি দেখা গেছে।
একসঙ্গে আর অ্যালবাম করা হল না জাকির ভাই: শোকার্ত রহমান
ওস্তাদ জাকির হোসেন জীবন সঙ্কটে
চলতি বছর অ্যাকশনধর্মী সিনেমা ‘'মাঙ্কি ম্যান'এ অভিনয় করেছেন জাকির। এখানে তিনি তবলবাদকের ভূমিকাতে অভিনয় করেছেন।
অভিনয় ছাড়াও দেশ-বিদেশের অনেক সিনেমার সংগীত পারিচালনা করেছেন তিনি।সেগুলোর মধ্যে অভিনেত্রী-নির্দেশক অপর্ণা সেনের ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, নন্দিতা দাসের ‘মান্টো’, ইসমাইল মার্চেন্টের ‘ইন কাস্টুডি’ দর্শক প্রিয়তা পেয়েছে।