রহমান, কমল হাসান ও অমিতাভের মত ভারতের সংগীত ও সিনেমা জগতের মানুষেরা শোকাতুর হয়েছেন জাকিরের মৃত্যুতে।
Published : 16 Dec 2024, 05:43 PM
ভারতের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে জুটি বেঁধে একটি অ্যালবাম প্রকাশ হল না বলে আক্ষেপ করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। দক্ষিণের অভিনেতা কমল হাসান মনে করছেন, মৃত্যুর সঙ্গে এই কিংবদন্তির আরো দেরিতে দেখা হলেও পারত।
মহাতারকা অভিনেতা অমিতাভ বচ্চনের লেখায় ফুটে উঠেছে স্বজন হারানোর হাহাকার।
এনডিটিভি লিখেছে রহমান, কমল হাসান ও অমিতাভের মত ভারতের সংগীত ও সিনেমা জগতের মানুষেরা শোকাতুর হয়েছেন জাকিরের মৃত্যুতে।
সেই শোক ও শূন্যতার কথা যে যার মত করে তারা প্রকাশ করেছেন সোশাল মিডিয়ায়।
যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন জাকির হোসেন মারা গেছেন সোমবার।
জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
জাকির হোসেনের বোন খুরশিদ আউলিয়া বলেন, “ভেন্টিলেশন মেশিন বন্ধ করার পর তিনি চলে যান। আমি বলবো জাকিরের মৃত্যু হয়েছে শান্তিপূর্ণভাবে।“
এ আর রহমান এক্সে লিখেছেন, “জাকির ভাই ছিলেন একজন অনুপ্রেরণা একজন উচ্চাভিলাষী ব্যক্তিত্ব, যিনি তবলাকে বিশ্বব্যাপী প্রশংসা এনে দিয়েছিলেন। তার প্রস্থান অপূরণীয় ক্ষতি।”
Inna lillahi wa inna ilayhi raji'un.
Zakir Bhai was an inspiration, a towering personality who elevated the tabla to global acclaim 🌟🌍. His loss is immeasurable for all of us. I regret not being able to collaborate with him as much as we did decades ago, though we had planned…
— A.R.Rahman (@arrahman) December 16, 2024
গায়ক অভিজিৎ ভট্টাচার্য জাকির হোসেনের সঙ্গে তার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, “শান্তিতে থাকুন, প্রার্থনা করি।”
‘আর কখনোই দেখা হবে না’ বলে হতাশা প্রকাশ করেছেন সংগীতশিল্পী, সুরকার-গীতিকাল বিশাল দাদলানি।
প্রয়াত এই শিল্পীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দাদলানি।
তিনবারের গ্র্যামী জয়ী সুরকার রিকি কেজ জাকির হোসেনকে ভারতের সংগীতজ্ঞদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব বর্ণনা করে বলেছেন, “তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং বিধ্বস্ত। বহু শিল্পীর ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে তিনি একজন মানুষ। তার উত্তরাধিকার বেঁচে রইবে, যাদের মাধ্যমে বেঁচে থাকবেন তিনি।
অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, "একজন প্রতিভা, একজন অতুলনীয় ওস্তাদ, একটি অপরিমেয় ক্ষতি, জাকির হোসেন। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।”
অভিনেতা কমল হাসান, জাকিরের সঙ্গে তার পুরনো একটি ছবি পোস্ট করেছেন এক্সে। যেখানে তবলা বাজাচ্ছেন কমল, পাশে হাস্যোজ্জ্বল জাকির।
Zakir Bhai ! He left too soon. Yet we are grateful for the times he gave us and what he left behind in the form of his art.
Goodbye and Thank you.#ZakirHussain pic.twitter.com/ln1cmID5LV
— Kamal Haasan (@ikamalhaasan) December 16, 2024
কমল লিখেছেন, “জাকির ভাই! তিনি খুব তাড়াতাড়ি চলে গেলেন। তবুও তিনি আমাদের যে সময় দিয়েছেন এবং তার যে শিল্প সম্ভার রেখে গেছেন তাতে আমরা কৃতজ্ঞ।“
অভিনেতা অক্ষয় কুমারও শোক জানিয়েছেন।
Very pained to know about the sad demise of Ustad Zakir Hussain Saab. He was truly a treasure for our country’s musical heritage. Om Shanti 🙏 pic.twitter.com/a5TWDMymfZ
— Akshay Kumar (@akshaykumar) December 16, 2024
এক্সে তিনি লিখেছেন, “খুবই বেদনাদায়ক। তিনি সত্যিই আমাদের দেশের সংগীতের ঐশ্বর্য ছিলেন।“
জাকিরের সঙ্গে রাণধীর কাপুর এবং নিজের একটি ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন কারিনা কাপুর। নায়িকার ভাষ্য, “জাকির হোসেন বেঁচে রইবেন চিরকাল।“
ছবি শেয়ার করে শোক প্রকাশ করেছেন অভিনেতা রাণবীর কাপুরও।
চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী নন্দিতা দাস বলেছেন, এই খবরটি তার কাছে ‘অবিশ্বাস্য’। নন্দিতার মান্টো সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করেছিলেন জাকির হোসেন।
নন্দিতা বলেন, “জাকির ভাই, খুব তাড়াতাড়ি চলে গেলেন! মান্টোর কাজের সময়ের ছবিগুলো দেখছি, আর স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠছে। আমার একটি মাত্র ফোনে আপনি কাজটি করতে রাজি হয়েছিলেন।“
নন্দিতার ভাষ্য, অতুলনীয় সুর ও সংগীত এবং হাসিতে জাকির হোসেন বেঁচে রইবেন।
এক বিবৃতিতে জাকির হোসেনের পরিবার জানিয়েছে 'ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস' থেকে তৈরি হওয়া জটিলতায় মারা গেছেন জাকির হোসেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
গত দুই সপ্তাহ ধরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন জাকির হোসেন।
এই সংগীত গুরুর ‘মৃত্যুর খবর’ রোববার ছড়িয়ে পড়লেও তার বোন খুরশিদ আউলিয়া পিটিআইকে বলেছিলেন, ‘সেটি নিতান্তই গুজব’। তার অনুরোধ ছিল কেউ যেন তার ভাইকে নিয়ে ছড়ানো ভুল তথ্যের পেছনে না ছোটেন।
এদিন তার মৃত্যুর খবর নিশ্চিত করার পর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্সে তিনি বলেন, “কিংবদন্তি তবলা মায়েস্ত্রো ওস্তাদ জাকির হোসেনজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। অনবদ্য প্রতিভার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাদ্যযন্ত্র তবলাকে বিশ্বের দরবারে এনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দুনিয়ায় যিনি বিপ্লব ঘটিয়েছিলেন তিনি।”
কিংবদন্তি তবলাবাদক আল্লা রাখার জ্যেষ্ঠ সন্তান জাকির হোসেন। তিনি ভারতের পাশাপাশি বিশ্ব সংগীতেও ছিলেন সুপরিচিত। ১৯৫১ সালে মুম্বাইয়ে তার জন্ম; তবলায় হাতেখড়ি মাত্র তিন বছর বয়সে। ১২ বছর বয়সেই ভারতের বিভিন্ন প্রান্তে পেশাদার বাদক হিসেবে পরিচিত পেতে শুরু করেন তিনি।
তার কাজের বেশিরভাগজুড়ে ছিল ভারতীয় ধ্রুপদি সংগীত; পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের সংগীতেও দখল ছিল তার। ভারতসহ অন্যান্য দেশের বহু চলচ্চিত্রেও কাজ করেছেন।
জাকির হোসেন তবলায় সংগত করেছেন কিংবদন্তি শিল্পী পণ্ডিত রবিশঙ্করকে, যাকে জীবদ্দশায় দীর্ঘকাল সংগত করেছেন তার বাবা আল্লা রাখা। এছাড়া ওস্তাদ আলী আকবর খাঁ, শিব কুমার শর্মা বা কত্থক নৃত্যশিল্পী বিরজু মহারাজকেও সংগত করেছেন জাকির হোসেন।
আরও পড়ুন-