ইংলিশ প্রিমিয়ার লিগ
মিকেল আর্তেতার দলের এই জয়ে লিভারপুলের অপেক্ষা একটু বাড়ল।
Published : 20 Apr 2025, 09:00 PM
প্রথম আধা ঘণ্টায় দুই গোল হজম করা ইপ্সউইচ টাউন কোনো প্রতিরোধই গড়তে পারল না। তাদেরকে উড়িয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের ক্ষীণ সম্ভাবনাটা অন্তত আরও কিছুদিনের জন্য বাঁচিয়ে রাখল আর্সেনাল।
আর ম্যানচেস্টার ইউনাইটেড সেই পুরোনো ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। দলটিকে তাদেরই মাঠে হারিয়ে দিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স।
পুঁচকে ইপ্সউইচের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-০ গোলে জিতেছে আর্সেনাল। আর ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ গোলে জিতেছে উলভস।
চলতি আসরে আর্সেনালের এটি ১৮তম জয়। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট এগিয়ে শীর্ষে লিভারপুল।
পোর্টম্যান রোর্ডে ম্যাচের শুরু থেকে প্রায় ৯০ শতাংশ সময় বল দখলে রেখে চতুদর্শ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। বুকায়ো সাকার পাস মার্টিন ওদেগোরের পা ছুঁয়ে পেয়ে যান লেয়ান্ড্রো ট্রসাড, ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন বেলজিয়ান ফরোয়ার্ড।
চোট কাটিয়ে ফেরার পর থেকে দারুণ ফর্মে আছেন সাকা। একচেটিয়া চাপ ধরে রেখে ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান আছে তার। ডান দিক দিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে আড়াআড়ি পাস দেন তিনি, হালকা টোকায় বল দূরের পোস্টে বাড়ান মিকেল মেরিনো এবং গোলরক্ষক অন্যদিকে ঝুঁকে থাকায় অনায়াসে গোলটি করেন গাব্রিয়েল মার্তিনেল্লি।
অবনমন অঞ্চলের দল ইপ্সউইচের ঘুরে দাঁড়ানোর আশায় আরও বড় ধাক্কা লাগে চার মিনিট পর। স্বদেশি ফরোয়ার্ড সাকাকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইংলিশ ডিফেন্ডার ডেভিস।
প্রথমার্ধের বাকি সময়ে ব্যবধান আরও বাড়ানোর দারুণ দুটি সুযোগ পান সাকা; কিন্তু অবিশ্বাস্যভাবে একটিও লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে বড় জয়ের পথে এগিয়ে নেন ট্রসাড। ডেক্লান রাইসের পাস ডি-বক্সে ধরে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। আর ৮৮তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন ইথান নোয়ানেরি।
গত বৃহস্পতিবার ইউরোপা লিগে লিওঁর বিপক্ষে ৫-৪ গোলের অবিশ্বাস্য জয়ের ৭২ ঘণ্টার মধ্যে ঘরোয়া লিগে ফিরে আবারও ব্যর্থ হলো ম্যানচেস্টার ইউনাইটেড। অবশ্য বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য করে তারা; কিন্তু জালের দেখা পায়নি কেউ।
তাদের বাজে ফিনিশিংয়ের মাঝে ৭৭তম মিনিটে ব্যবধান গড়ে দেন উলভসের স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া।
দারুণ এই জয়ে লিগ টেবিলে পয়েন্টের হিসেবে ইউনাইটেডকে ছুঁয়েছে উলভস। ৩৩ ম্যাচে দুই দলেরই পয়েন্ট সমান ৩৮ করে, গোল ব্যবধানে এগিয়ে ১৪ নম্বরে আছে হুবেন আমুরির ম্যানচেস্টার ইউনাইটেড।
একই সময়ে শুরু আরেক ম্যাচে ফুলহ্যামের মাঠে হারের শঙ্কা কাটিয়ে দারুণ জয় পেয়েছে চেলসি। ২০তম মিনিটে আলেক্স আইওবির গোলে পিছিয়ে পড়ার পর ৮৩তম মিনিটে সমতা টানেন জর্জ। এরপর যোগ করা সময়ে পেদ্রো নেতোর গোলে ২-১ ব্যবধানে জিতেছে চেলসি।
৩৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে এক ধাপ করে পেছনে ৩২ ম্যাচ খেলা নটিংহ্যাম ফরেস্ট ও ৩৩ ম্যাচ খেলা অ্যাস্টন ভিলা।