টানা ৪ প্রদর্শনীতে ‘আদম সুরত’ নিয়ে মঞ্চে তাড়ুয়া

‘তাড়ুয়া’ মঞ্চস্থ হচ্ছে ঢাকার জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল হলে, শুক্রবার হবে দুটি প্রদর্শনী।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2023, 05:50 AM
Updated : 31 March 2023, 05:50 AM

নাট্যদল তাড়ুয়ার ‘আদম সুরত’ নাটকের টানা চার প্রদর্শনী চলছে ঢাকার মঞ্চে। 

নাটকটির রচয়িতা বাকার বকুল, নিদের্শনাও দিয়েছেন তিনি। এর আগে গত জানুয়ারি মাসে নাগরিক নাট্য সম্প্রদায় আয়োজিত ‘আলী যাকের নতুনের উৎসবে’ এই নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়। 

বাকার বকুল জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল হলে নাটকটির এবারের প্রদর্শনী শুরু হয়; শুক্রবার বিকেল সাড়ে ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় একই মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে এবং শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আরও একটি প্রদর্শনী হবে।

“রোজার মধ্যেও অনেক দর্শক নাটকটি দেখতে এসেছেন। আমরা একটি হাউজফুল শো করতে পেরেছি। এজন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।" 

বাকার বকুল বলেন, “সুস্থ একটা সমাজ নির্মাণে আমাদের ভূমিকা বিচার বিশ্লেষণ ‘আদম সুরত’ নাটকের মূল প্রতিপাদ্য।” 

নাটকটির ব্রোশিয়ারে নির্মাতা বলেছেন, “দৃশ্যগুলো নৃশংসতার, নির্মমতার আবার দায়বদ্ধতারও বটে। আমাদের গা ঘেষে প্রত্যহ জন্ম নেওয়া ঘটনাগুলোই বিষয়বস্তুর উৎস। ধারাবাহিক কোনো গল্প কিংবা ব্যাকরণগত নাটকীয় দ্বন্দ্বের চেয়ে সংবেদনশীল প্রশ্নই এখানে গুরুত্বপূর্ণ।” 

২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করে ‘তাড়ুয়া’। ‘আদম সুরত’ দলটির দ্বিতীয় প্রযোজনা।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘তাড়ুয়া’ বলেছে, “আদম সুরতে প্রতিফলিত হয়েছে আমাদের রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তগত জীবনে ঘটে চলা অমানবিক ঘটনাবলী, যেগুলোর বিচার তো দূরের কথা, হয়ত অনেক ঘটনা লোকচক্ষুর সামনেই আসে না। এভাবেই কেটে যাচ্ছে এই ভূখণ্ডে আমাদের জীবন। সামনে আসা কিংবা আড়ালে থাকা এই টুকরো টুকরো মুহূর্তগুলো নিয়ে তাড়ুয়ার নতুন প্রযোজনা আদম সুরত। নাটকটি দর্শক মহলে নতুন চিন্তার খোড়াক যোগাবে- এটাই তাড়ুয়ার নাট্যযোদ্ধাদের স্বপ্ন।”

‘আদম সুরত’ নাটকে অভিনয় করছেন আহসানুল ইসলাম, আহম্মেদ অপু, শাহজাদা সম্রাট চৌধুরী, সাক্ষ্য শহীদ, সুচিত্রা রায়, খায়রুল আলম হিমু, তাসনোয়া তামান্না, দিপু রহমান, আজগর হোসেন রাব্বি, খালিদ বিন নাসির, এনায়েত মুকুল, সাগর আহমে, ইফতি আহমেদসহ অনেকে।  

নাটকের পোশাক পরিকল্পনা করেছে এনাম তারা সাকি, আলো পরিকল্পনা করেছেন হেনরি সেন, কোরিওগ্রাফি ফরহাদ আহমেদ শামীম, দ্রব্যসামগ্রী নাহিদা নিশা। সংগীত পরিকল্পনায় আছেন সমুদ্র প্রবাল। প্রযোজনা ব্যবস্থাপক কানিজ নুসাইবা সালাম।