আমিরের সঙ্গে এক ফ্রেমে ফাতিমা সানা, আবার গুঞ্জন

সম্প্রতি আমির-ফাতিমার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2023, 04:30 PM
Updated : 24 May 2023, 04:30 PM

কিরণ রাওয়ের সঙ্গে যখন বিচ্ছেদ হল, তখন আমির খানের সঙ্গে ফাতিমা সানা শেখকে জড়িয়ে গুঞ্জন চলেছিল। তবে দুজনের অস্বীকারে তা বেশিদূর গড়ায়নি। সম্প্রতি আমির-ফাতিমার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর ফিরে এসেছে সেই গুঞ্জন।

মঙ্গলবার মুম্বাইয়ে টেবিল টেনিস কোর্টে পিকেলবল খেলছিলেন দঙ্গল সিনেমার দুই সহ অভিনয়শিল্পী। সেই মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

ভিডিওতে লাল টি-শার্ট ও কালো ট্রাউজারে দেখা গেছে আমিরকে। কাশ্মিরকন্যা ফাতিমা পরেছিলেন ধূসর রঙা টি-শার্ট ও শর্টস। দুজনেই পিকেলবল খেলায় ব্যস্ত ছিলেন। ফলে বোঝা যাচ্ছিল, তাদের অজান্তেই কেউ এই ভিডিও ধারণ করেছে।

এই মাসের শুরুতে আমিরকে মেয়ে ইরা খানের সঙ্গেও পিকেলবল খেলতে দেখা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইরা খানসহ খান পরিবারের অনেকের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে ফাতিমার। গত বছর নূপুর শিখরের সঙ্গে ইরার বাগদানে উপস্থিত ছিলেন এই অভিনেত্রী।

‘দঙ্গল’ ও ‘থাগস অফ হিন্দোস্তান’-এ আমিরের সঙ্গে অভিনয় করেছেন ফাতিমা। অতীতে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী একবার বলেছিলেন, এই ধরনের গুজবে শুরুতে ‘বিরক্ত’ হলেও এখন সেগুলি সামলে নিতে শিখেছেন।

আমিরও জানান, আজকাল নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন অনুভব করেন না। কারণ সময়ের সাথে সাথে তিনিও বদলেছেন।

সর্বশেষ ফাতিমাকে দেখা গিয়েছিল অনিল কাপুর ও হর্ষ বর্ধন কাপুর অভিনীত ‘থর’ সিনেমায়। আগামীতে তাকে মেঘনা গুলজার পরিচালিত সিনেমা ‘ধাক ধাক’-এ দেখা যাবে, যেখানে ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করবেন তিনি।

শেষ কারিনা কাপুরের বিপরীতের সিনেমা ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় করেছিল আমির। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা না করলেও, ওটিটিতে ভালো আয় করেছিল।