তিন অভিনেতাকে নিয়ে পাঁচটি ছোট গল্পের বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন নুহাশ।
Published : 07 Mar 2025, 07:15 PM
গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের ‘তারা তিন জনের' সেই ত্রয়ীকে আবারও পর্দায় হাজির করেছেন লেখক-নির্মাতার ছেলে নুহাশ হুমায়ূন।
স্বাধীন খসরু, ফারুক আহমেদ এবং চিকিৎসক এজাজুল ইসলাম-এই তিন অভিনেতাকে নিয়ে তৈরি হয়ে উঠেছিল একসময়ের জনপ্রিয় নাটক 'তারা তিনজন'। যেখানে দুই মামা ও ভাগ্নের মজার নানা কর্মকাণ্ড উঠে এসেছিল।
প্রায় ১৪ বছর পর হুমায়ূনের সেই তিনজন ফিরেছেন, তবে কোনো নাটক বা সিরিজে নয়; বিকাশের বিজ্ঞাপন চিত্রে দেখা গেছে তাদের।
তাদের নিয়ে পাঁচটি ছোট গল্পের বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন নুহাশ। এর মধ্যে 'জীবন একটা কুয়া' নামের ১ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিও চিত্র প্রকাশ্যে এসেছে।
এই বিজ্ঞাপনচিত্রে কাজ করতে ১৬ দিনের জন্য লন্ডন থেকে দেশে এসেছিলেন অভিনেতা স্বাধীন খসরু।
গ্লিটজকে তিনি বলেন, "বিজ্ঞাপনচিত্র নিয়ে গত বছরের নভেম্বর থেকে কথা হচ্ছিল, প্রথমে আমি রাজি হইনি। যখন শুনলাম নুহাশ নির্মাণ করবেন তখন আমার আগ্রহ কাজ করল। একটা আবেগ কাজ করল। বাবার কাজটা ছেলে করবে সেই আবেগ। এখন দেশে আসার কোনো পরিকল্পনা ছিল না। নুহাশের জন্যই গত ৭ ফেব্রুয়ারি দেশে যাই এবং ২৩ ফেব্রুয়ারি আবার চলে আসি।"
বিজ্ঞাপনের শুটিং নিয়ে এই অভিনেতা বলেছেন পাঁচটি ছোট ছোট গল্প, পাঁচদিনের শুটিং হয়েছিল।
“'তারা তিনজন' আমরা ২০১১ সালে শেষ করেছি, তারপর ১৪ বছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়ানো অন্যরকম লেগেছে।"
নুহাশের সঙ্গে শুটিং অভিজ্ঞতা কেমন ছিল প্রশ্নে খসরু বলেন, "কাজটি করতে গিয়ে মনে হয়নি এটা হুমায়ূন আহমেদের বাইরে করা কাজ। নুহাশের ভাবনা চিন্তা, ডিরেকশন অনেকটা স্যারের সঙ্গে মিল ছিল। আমরা তিনজন তো স্যারের মৃত্যুর পরে অনেক কাজ করেছি একসঙ্গে কিন্তু স্যারের সঙ্গে কাজ করার সেই আবেগটা কাজ করত না। এইবার সেটা মনে হয়েছে। আমরা বারবার আগের স্মৃতিতে ফিরে গিয়েছি।"
পর্দার মামা ভাগ্নে চরিত্রের মত বাস্তবেও ফারুক আহমেদ এবং এজাজের সঙ্গে সবসময় খুনসুটি, হাস্যরসে মেতে থাকেন এই অভিনেতা।
সেই অভিজ্ঞতা জানিয়ে খসরু বলেন,"আমাদের রসায়ন অন্য ধরনের। সবাই আমাদের দেখলে বলে আমরা তিনজন একসঙ্গে দাঁড়ালেই নাকি কিছু একটা হয়ে যায়। আমাদের হাস্যরাস, খুনসুটিতে মানুষ অভিভূত হয়ে যায়।"
সামনে এই তিন অভিনেতাকে নিয়ে আরও কাজ করতে চান নুহাশ।
খসরু বলেন, "আমাদের তিনজনকে নিয়ে সিনেমা করার ইচ্ছে ছিল স্যারের, কিন্তু সেটা হওয়ার আগেই স্যার চলে গেলেন। এবার নুহাশও সেই ইচ্ছা প্রকাশ করেছেন। আশা করছি সামনে আরও দারুণ কিছু হবে।"
গ্লিটজের কাছে এই তিন অভিনেতাকে নিয়ে কাজের সময়ের গল্প বলেছেন নুহাশ।
"উনাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। ফারুক আহমেদ, স্বাধীন খসরু, এজাজ আংকেল আমাকে ছোট থেকেই দেখেছেন, জানেন। অনেকদিন পর তাদের সঙ্গে একত্রিত হয়েছি। কাজটি করতে গিয়েও আমি বেশ উপভোগ করেছি। শুটিংয়ের সময় উনাদের অভিনয়, আড্ডা, হাসিতে পুরো ইউনিট মেতে ছিল। উনাদের নিয়ে আরও বড় পরিসরে কাজ করতে চাই।"
বিকাশের বাকি বিজ্ঞাপন শিগগিরই প্রকাশ পাবে এবং দর্শক পছন্দ করবেন বলে আশা করছেন তরুণ এই নির্মাতা।
এদিকে, ফেইসবুকে এক পোস্টে নুহাশ, স্বাধীন খসরু, ও এজাজের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতা ফারুক আহমেদ লিখেছেন, "নুহাশ হুমায়ূন নির্দেশনায় নতুন মাত্রা যোগ করেছে। আমি তার কাজে অভিভূত।"