Published : 22 Jun 2023, 06:39 PM
প্রকাশ পেতে যাচ্ছে পপ কালচার ফেস্টিভাল ‘ঢাকা সামার কন ২০২৩’ এর থিম সং ‘এস্কেপ’। গানটি নির্মাণে হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স এর সাথে তারকা শিল্পী রাফা, শিশির আহমেদ ও ব্ল্যাক জ্যাং যুক্ত হয়েছেন।
আগামী ১৩, ১৪ ও ১৫ জুলাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি)'তে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল “ঢাকা সামার কন ২০২৩”।
কমিক, কসপ্লে, কনসার্ট, গেমিং, কে-পপ, হিপ-হপ, আর্ট সকল প্রকার বিনোদনের সমারহ নিয়ে প্রথমবারের মত এই ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনসংযোগ প্রতিষ্ঠান মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।
শিগগিরই মিউজিক ভিডিও সহ ‘ঢাকা সামার কন’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ পাবে থিম সংটি।
গানটি লিখেছেন মেকানিক্স ব্যান্ডের ড্রামার শেখ এম রিয়াজ। শিশির আহমেদ, মেকানিক্স ব্যান্ড, রায়েফ আল হাসান রাফা ও ব্ল্যাক জ্যাং এর যৌথ প্রযোজনায় এটি নির্মিত হয়েছে।
ফেস্টিভ্যালের আয়োজকেরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পপ-কালচার নিয়ে তরুণ-তরুণী ও কিশোর কিশোরীরাই মূলত অধিক মাত্রায় যুক্ত, তাই তাদের কথা ভেবেই থিম সংটি রচনা করা হয়েছে। তরুণরা হয় উদ্যম, কিশোর-কিশোরী হয় সাহসী, তাদের জানার প্রয়াস অনেক বেশি থাকে, নতুনকে তারা সুন্দরের মত করেই গ্রহন করে তাই তাদের মাঝে আত্মবিশ্বাস তৈরি ও অনুপ্ররণা যোগাতে সর্বোপরি তারুণ্যের এই স্পৃহা, নির্ভিকতা, স্বাধীনচেতা, সৃজনশীলতাকে জাগ্রত ও উদ্ধুদ্ধ করাই ‘এস্কেপ’ গানটির লক্ষ্য।